ক্লার্ক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল আইবিপিএস

ক্লার্ক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল আইবিপিএস

নয়াদিল্লি: ক্লার্ক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইবিপিএস। অনলাইনে আবেদন করতে হবে। ibps.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে ১ অগস্ট ২০২১ তারিখের মধ্যে। বিশেষত বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ক্লার্ক পদে নিয়োগ করে থাকে আইবিপিএস।
 

বয়স
ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের বয়স ২০ বছর থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। আইবিপিএসের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের জন্ম ২ জুলাই ১৯৯৩-এর আগে হলে চলবে না এবং ১ জুলাই ২০০১-এর পরে হলে চলবে না।

 

যোগ্যতা
আবেদনকারীদের স্নাতক স্তরের ডিগ্রি থাকতে হবে। সঙ্গে কম্পিউটারে কাজ করার দক্ষতা থাকতে হবে। আবেদনের জন্য অবশ্যই কম্পিউটার অপারেশন অথবা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা থাকা বাঞ্ছনীয়। হাইস্কুল অথবা কলেজে তথ্য প্রযুক্তি বিষয় থাকলেও চলবে।

 

গুরুত্বপূর্ণ দিন
১১ জুলাই বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর ১২ জুলাই থেকেই আবেদনপত্র গ্রহণ শুরু হয়ে গিয়েছে। ১ অগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। ক্লার্ক পদের জন্য প্রিলিমস পরীক্ষা নেওয়া হবে ২৮ এবং ২৯ অগস্ট ২০২১ এবং ৪ সেপ্টেম্বর ২০২১। এরপর মেইন পরীক্ষা নেওয়া হবে ৩১ অক্টোবর ২০২১।

 

প্রি একজাম ট্রেনিং
যে সব ব্যাঙ্কগুলি আইবিপিএসের মাধ্যমে কর্মী নিয়োগ করে তাদের যৌথ উদ্যোগে পরীক্ষা প্রস্তুতির জন্য প্রশিক্ষণ দেওয়া হতে পারে। তবে এই সুবিধা পান মূলত তফসিলি জাতি, তফসিলি উপজাতি, সংখ্যালঘু সম্প্রদায় ভুক্তরা। খারাপ খবর হল, কোভিড পরিস্থিতি চলাকালীন কোনও প্রি-একজামিনেশন ট্রেনিং হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

 

আবেদন পদ্ধতি
প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ibps.in গিয়ে সেখান থেকে নিউ রেজিস্ট্রেশন সেকশনে ক্লিক করলে খুলে যাবে একটি নতুন উইন্ডো। সেখানে ফোন নম্বর, মেল আইডি সহ বেশ কিছু ব্যক্তিগত তথ্য সাবমিট করলে তৈরি হবে একটি রেজিস্ট্রেশন নম্বর। সেই নম্বর দিয়ে আবার লগ ইন করতে হবে এবং শূন্যপদের জন্য আবেদন করতে হবে। সবশেষে আবেদনপত্রের একটি কপি প্রিন্ট করে রাখতে হবে, যা পরবর্তী সময় কাজে লাগতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + eleven =