নয়াদিল্লি: সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দ্যেশ্য সাধনের জন্যই পুলিশে শূন্যপদগুলিতে নিয়োগ না করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে৷
শীর্ষ আদালতে দায়ের করা মামলার আবেদনে আইনজীবী আবু সোহেল অভিযোগ করেছেন, ২০১৭ সালে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল যে, রাজ্য পুলিশে ৩৭ হাজার শূন্যপদে দ্রুত নিয়োগ করা হবে। যদিও এখনও কোনও নিয়োগ হয়নি বলেই অভিযোগ করেছেন আবু সোহেল। তাঁর আরও দাবি, ওই মামলার শুনানিতে শীর্ষ আদালত জানিয়েছিল, নিয়োগ না করা হলে সেক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্তা এবং স্বরাষ্ট্র দফতরকে দায়ি করা হবে। যদিও সে কথায় কর্ণপাত করেনি রাজ্য সরকার, অভিযোগ আইনজীবীর। মামলার আবেদনে বলা হয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনে সামনে রেখে ঠিকা কর্মী হিসেবে সিভিক ভেলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে৷
মামলার আইনজীবী আবু সোহেল বলেন, ‘‘২০২১ এ বিধানসভা নির্বাচন। তার আগে পুলিশ প্রশআসনকে নিজেদের কুক্ষিগত করে রাখতেই সিভিক ভলেন্টিয়ার নিকো করছে রাজ্য সরকার। পুলিশ প্রশাসনের স্বাধীনয়াত হস্তক্ষেপ করতে চাইছে রাজ্য প্রশাসন৷’’
রাজ্য পুলিশে এই মুহূর্তে ৪০ হাজার শূন্যপদ রয়েছে। সেগুলিতে নিয়োগের দাবি জানানো হয়েছে জনস্বার্থ মামলায়। একইসঙ্গে পুলিশের সহকারী হিসেবে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ থেকে রাজ্যকে বিরত থাকার নির্দেশ দেওয়ারও আবেদন জানানো হয়েছে জনস্বার্থ মামলায়৷