কলকাতা: ২০১৯ সালের ডব্লুবিসিএস মেইন পরীক্ষার চূড়ান্ত নির্ঘণ্ট প্রকাশ করল পাবলিক সার্ভিস কমিশন৷ চলতি মাসের ২৫ থেকে ২৮ তারিখে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের মেইন পরীক্ষা দেওয়া হবে৷ পরীক্ষা নেবে পিএসসি৷
পিএসসির তরফে জানানো হয়েছে. আগামী ২৫ জুলাই ডব্লুবিসিএস ২০১৯ ব্যাচের প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে৷ ৩ ঘণ্টা করে মোট ৬ ঘণ্টার লিখিত পরীক্ষা নেওয়া হবে৷ ভাষা পরীক্ষায় থাকবে চিঠি, প্রবন্ধ, অনুবাদ এবং খসড়া প্রস্তুতি৷ লিখতে হবে বাংলা, ইংরেজি ও মাতৃভাষায়৷ ২৬ জুলাই তৃতীয় পত্র ও চতুর্থ পত্রের এমসিকিউ ধর্মী পরীক্ষা৷ জেনারেল স্টাডিসের উপর পরীক্ষা হবে৷ তৃতীয় পত্রে থাকবে ভারতের ইতিহাস ও জাতীয় আন্দোলন৷ চতুর্থ পত্রে বিজ্ঞান, পরিবেশ, সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক ঘটনা৷ পঞ্চম ও ষষ্ঠ পত্রের পরীক্ষা হবে আগামী ২৭ জুলাই৷ শেষ দিন ২৮ জুলাই পরীক্ষার্থীদের পছন্দের ঐচ্ছিক বিষয়গুলির উপর দু’টি পত্রের পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে৷ নীচের এই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড৷ https://pscwb.ucanapply.com/AdmitCard/entrance/?app-id=UElZMDAwMDA2Mg==