পুজোয় এবার বড়সড় সুখবর শোনাতে চলছে PSC, আশ্বাস চেয়ারম্যানের

কলকাতা: গুচ্ছ দুর্নীতির অভিযোগ ছিল৷ ছিল লাগাতার আন্দোলন-প্রতিবাদ৷ এবার সেই আন্দোলনের সৌজন্যে এবার পুজোর পর একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চলেছে পাবলিক সার্ভিস কমিশন৷ আজ চাকরিপ্রার্থীদের ডেপুটেশন কর্মসূচিতে চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দলের মুখোমুখি হয়ে বেশ কিছু সুখবর শুনিয়েছেন কমিশন চেয়ারম্যান দেবাশিস বসু৷ পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চের অন্যতম সদস্য ইন্দ্রজিৎ ঘোষ জানিয়েছেন, ‘‘আজ আমরা পিএসসির চেয়ারম্যানের সঙ্গে দেখা

61e395e98e6962e68ba4796697bafa1a

পুজোয় এবার বড়সড় সুখবর শোনাতে চলছে PSC, আশ্বাস চেয়ারম্যানের

কলকাতা: গুচ্ছ দুর্নীতির অভিযোগ ছিল৷ ছিল লাগাতার আন্দোলন-প্রতিবাদ৷ এবার সেই আন্দোলনের সৌজন্যে এবার পুজোর পর একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চলেছে পাবলিক সার্ভিস কমিশন৷ আজ চাকরিপ্রার্থীদের ডেপুটেশন কর্মসূচিতে চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দলের মুখোমুখি হয়ে বেশ কিছু সুখবর শুনিয়েছেন কমিশন চেয়ারম্যান দেবাশিস বসু৷

পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চের অন্যতম সদস্য ইন্দ্রজিৎ ঘোষ জানিয়েছেন, ‘‘আজ আমরা পিএসসির চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছি৷ তিনি বেশ কিছু ভাল খবর আমাদের দিয়েছেন৷ তার মধ্যে অন্যতম, ডব্লিউবিসিএস মেইন ২০১৮ পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই ইন্টারভিউের কাজ শেষ হবে৷ মিসলেনিয়াস পরীক্ষা ২০১৮ ইন্টারভিউ নেওয়া হবে ডিসেম্বরের মধ্যে৷ চেয়ারম্যানের ইঙ্গিত দিয়েছেন, পুজোর আগে ডব্লিউবিসিএস ২০১৮-র ফলাফল প্রকাশ হতে পারে৷ আর নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ২০১৮ মিসলেনিয়াস পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে৷ রিভাইস অ্যানসার কি প্রকাশিত হবে বলেও জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান৷ পরীক্ষার পর দিন অ্যানসার কি প্রকাশিত হবে ওয়েবসাইটে৷ কমিশনে পড়ে থাকা সমস্ত নিয়োগ শেষ করতে এখনও দু’বছর সময় লেগে যাবে বলে জানিয়েছেন চেয়ারম্যান৷ আগামী বছর থেকে যে নিয়োগ পরীক্ষা নেওয়া হবে তা সমস্তটাই দ্রুততার সঙ্গে হবে বলেও জানিয়েছেন তিনি৷’’

পুজোয় এবার বড়সড় সুখবর শোনাতে চলছে PSC, আশ্বাস চেয়ারম্যানের

যুব নেতা ইন্দ্রজিতের আরও দাবি, ‘‘আমরা কমিশনের কাছে দাবি জানিয়েছিলাম, নিয়োগ সংক্রান্ত বার্ষিক ক্যালেন্ডার প্রকাশিত করতে হবে৷ এই বিষয়ে চেয়ারম্যান আমাদের জানিয়েছেন, পুজোর পর একসঙ্গে বেশ কয়েকটি পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হবে৷ এরমধ্যে ২২ ডিসেম্বর আইডিও পরীক্ষা নেওয়া হবে৷ আগামী বছর জানুয়ারির মধ্যেই ক্লার্কশিপের পরীক্ষা নেওয়া হবে৷ জুনিয়ার ইঞ্জিনিয়ার পদে ১২০ জন নিয়োগ করেছিল পিএসসি৷ কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, তিনি আরও ১০ জনকে নিয়োগ করবেন খুব দ্রুত৷ চেয়ারম্যান জানিয়েছেন, পরবর্তী সময় থেকেই ইন্টারভিউয়ে কাট অফ মার্কস আর রাখা হবে না৷ আর যদি ইন্টারভিউয়ের সময় কাট অফ মার্কস রাখা হয় তাহলে আগাম ঘোষণা করে দেওয়া হবে৷’’

পুজোয় এবার বড়সড় সুখবর শোনাতে চলছে PSC, আশ্বাস চেয়ারম্যানের

তিনি আরও দাবি করেছেন, ‘‘সিভিল ইঞ্জিনিয়ার ২০১৬-র ৬০ জনের ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের কমিশনের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে বলেছেন কমিশনের চেয়ারম্যান৷ ফরেস্ট সার্ভিস পরীক্ষার নভেম্বর মাসের শেষে প্রকাশিত হবে৷ মোটর ভেহিকেল টেকনিক্যাল ২০১৯ ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশিত হবে৷ ফুড সাপ্লাইয়ের এসআই পদে ডিসেম্বরের মধ্যে প্যানেল প্রকাশিত হবে৷ তারপর শুরু হবে ইন্টারভিউ৷ কালচারাল অফিসার মার্চ মাসে নিয়োগ শেষ হবে৷ ওয়েস্ট বেঙ্গল অডিট একাউন্টস ২০১৭ মেধা তালিকা প্রকাশিত হবে৷ আর ২০১৮-র নিয়োগের বিষয়টি নভেম্বরের মধ্যে প্রকাশিত হবে৷ ডিসেম্বরের মধ্যেই প্রক্রিয়া শেষ হবে৷ পলিটেকনিক কলেজের লেকচারার পদে ডিসেম্বরের মধ্যে ইন্টারভিউ নেওয়ার কাজ শুরু করবে কমিশন৷’’

পুজোয় এবার বড়সড় সুখবর শোনাতে চলছে PSC, আশ্বাস চেয়ারম্যানের

পিএসসির ঘুঘুর বাসা ভাঙতে দীর্ঘ লড়াইয়ের প্রসঙ্গ তুলে ইন্দ্রজিতের আরও দাবি, ‘‘আজ লাগাতার আন্দোলনের জন্য এই সাফল্য এসেছে৷ আমাদের ঐক্যবদ্ধ লড়াই করতে পারলে যে সাফল্য আসে, তা আজ ফের প্রমাণিত হল৷ পিএসসি ঘুঘুর বাসা হয়েছিল৷ আজ বিশ্বাস করতে হবে, পরপর আন্দোলনের জেরে জয় আমরা ছিনিয়ে আনতে পেরেছে৷ এই লড়াই আমাদের আগামী দিনেও থাকবে৷ উল্লেখযোগ্য হল, কমিশনের চেয়ারম্যান নিজে আমাদের বলেছেন, পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চের সদস্য পদ তিনি নিতে চান৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *