PSC-র নিয়োগে নয়া কেলেঙ্কারি, বিদ্রোহের ডাক পরীক্ষার্থীদের

কলকাতা: ফের নিয়োগ কেলেঙ্কারিতে নাম জাড়াল পিএসসির৷ ফল প্রকাশিত হলেও কাট অফ মার্কস নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে৷ অবিলম্বে এই সমস্যা মেটাতে ফের রাজপথে নামতে চলেছে চাকরিপ্রার্থীদের একাংশ৷ অভিযোগ, ২০১৯ সালের WBCS (EX) প্রিলিমিনারি ফল প্রকাশিত হত গত ১৪ মে৷ কিন্তু, ওয়েস্ট বেঙ্গল সিলিভ সার্ভিস বা ডব্লুবিসিএসের ফল প্রকাশিত হলেও পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা

PSC-র নিয়োগে নয়া কেলেঙ্কারি, বিদ্রোহের ডাক পরীক্ষার্থীদের

কলকাতা: ফের নিয়োগ কেলেঙ্কারিতে নাম জাড়াল পিএসসির৷ ফল প্রকাশিত হলেও কাট অফ মার্কস নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে৷ অবিলম্বে এই সমস্যা মেটাতে ফের রাজপথে নামতে চলেছে চাকরিপ্রার্থীদের একাংশ৷

অভিযোগ, ২০১৯ সালের WBCS (EX) প্রিলিমিনারি ফল প্রকাশিত হত গত ১৪ মে৷ কিন্তু, ওয়েস্ট বেঙ্গল সিলিভ সার্ভিস বা ডব্লুবিসিএসের ফল প্রকাশিত হলেও পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা পিএসসি এখনও পর্যন্ত উত্তরপত্র ও সফল পরীক্ষার্থীর নম্বর প্রকাশ করতে পারেনি৷ আর তার জেরেই বহু পরীক্ষার্থী তাঁদের কাট অফ মার্কস জানতে পারেননি৷ সফল হয়েও এমন বহু পরীক্ষার্থী রয়েছেন, তাঁরা মেন পরীক্ষায় ডাক পায়নি৷ আর এই নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ৷ এবিষয়ে ইন্দ্রজিৎ ঘোষ জানিয়েছেন,  অবিলম্বে উত্তরপত্র ও সফল পরীক্ষার্থীর নম্বর প্রকাশের দাবিতে ফের PSC-র দপ্তর ঘেরাও করবেন তাঁরা৷ আগামী ২৯ মে সকাল ১১ টায় এই বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে৷

চলতি বছরের নভেম্বরের প্রথম দিকে WBCS (Exe)-২০১৯-এর বিজ্ঞাপন প্রকাশ করে পাবলিক সার্ভিস কমিশন৷ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের বিভিন্ন ক‍্যাডারের নিয়োগের হবে WBCS (Exe.) Etc মাধ্যমে৷ পরীক্ষা ২০১৯ পরিচালনা করবে পাবলিক সার্ভিস কমিশন। এই পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করেই হবে নিয়োগ৷ বিজ্ঞপ্তিতে প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ২০১৯ সালের ২০ জানুয়ারি দেওয়া হয়েছিল৷ কিন্তু, পরে তা বাতিল করে দেওয়া হয়৷ ২০ জানুয়ারির পরিবর্তে ৯ ফেব্রুয়ারি  পরীক্ষা নেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + two =