নিয়োগে স্বচ্ছতা আনতে বড় ঘোষণা PSC-র, আসছে সুখবর

কলকাতা: ফের নিয়োগ কেলেঙ্কারিতে নাম জাড়াল পিএসসির৷ ফল প্রকাশিত হলেও কাট অফ মার্কস নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে৷ অবিলম্বে এই সমস্যা মেটাতে আজ ফের রাজপথে নামলেন চাকরিপ্রার্থীদের একাংশ৷ আজ চাকরিপ্রার্থীদের তরফে পিএসসির দুর্নীতির প্রতিবাদ ও উত্তরপত্র প্রকাশ-সহ কাট অফ মার্কস প্রকাশের দাবিতে ডেপুটেশন দেওয়া হয়৷ ডেপুটেশনে পিএসসির চেয়ারম্যান ও সেক্রেটারি উপস্থিত ছিলেন বলে

624069cebf1f23b9fbb01e45bc9a8f9b

নিয়োগে স্বচ্ছতা আনতে বড় ঘোষণা PSC-র, আসছে সুখবর

কলকাতা: ফের নিয়োগ কেলেঙ্কারিতে নাম জাড়াল পিএসসির৷ ফল প্রকাশিত হলেও কাট অফ মার্কস নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে৷ অবিলম্বে এই সমস্যা মেটাতে আজ ফের রাজপথে নামলেন চাকরিপ্রার্থীদের একাংশ৷

আজ চাকরিপ্রার্থীদের তরফে পিএসসির দুর্নীতির প্রতিবাদ ও উত্তরপত্র প্রকাশ-সহ কাট অফ মার্কস প্রকাশের দাবিতে ডেপুটেশন দেওয়া হয়৷ ডেপুটেশনে পিএসসির চেয়ারম্যান ও সেক্রেটারি উপস্থিত ছিলেন বলে খবর৷ চাকরি প্রার্থীদের সঙ্গে আলোচনার পর বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷

নিয়োগে স্বচ্ছতা আনতে বড় ঘোষণা PSC-র, আসছে সুখবরদপ্তরের তরফে জানানো হয়েছে, যাঁরা ২০১৯ সালের WBCS (Ex) প্রিলিমিনারি পরীক্ষায় কার্ট অফের থেকে বেশি নাম্বার পেয়েছেন বলে মনে করছেব, অথচ মেন পরীক্ষায় ডাক পাননি, তাঁরা আগামী ৩১ মের মধ্যে PSC দপ্তরে ব্যক্তিগত ভাবে আবেদন করতে পারবেন৷ তাঁদের খাতা পুনরায় দেখা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে৷ আগামী ১৫ জুনের পরে PSC দপ্তরে যোগাযোগ করলে তারা তাঁদের রেসাল্ট জানতে পারবেন৷ জুলাই মাসে নতুন PSC বোর্ড গঠন হবে৷ নতুন PSC চেয়ারম্যান আসার পর উত্তরপত্র প্রকাশিত হবে বলে জানা গিয়েছে৷ দমকল ও  খাদ্য দপ্তরের পরীক্ষায় যেসব সেন্টারে অনিয়ম হয়েছে, সেই সব সেন্টার ও অভিযুক্ত পরীক্ষার্থীদের ব্ল্যাক লিস্টেড করা হচ্ছে৷ ২০১৭ সালের WBCS(EX) পরীক্ষায় দুর্নীতি সংক্রান্ত বিষয়ে থানায় এফআইআর হয়েছে৷ তদন্ত কমিটি তৈরি হয়েছে৷ কেবল কৌশিক ভট্টাচার্য নয়, আরও বেশ কয়েকজন স্টাফের বিরুদ্ধে অভিযোগ রয়েছে৷ তাদের ডেকে জেরা করা হচ্ছে বলে খবর৷ আজ পিএসসির চেয়ারম্যান ও সেক্রেটারির আশ্বাস অনুযায়ী কাজ না হলে ফের বড়সড় আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেন পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চের অন্যতম সদস্য ইন্দ্রজিৎ ঘোষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *