৭ হাজার শূন্যপদে মার্চের মধ্যে ১৪টি চাকরির পরীক্ষা PSC-র

নতুন বছরের প্রথম তিনমাসে অন্তত ১৪টি চাকরির পরীক্ষা নিতে চলেছে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি৷ সব মিলিয়ে প্রায় ৭ হাজার কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য৷

কলকাতা: নতুন বছরের প্রথম তিনমাসে অন্তত ১৪টি চাকরির পরীক্ষা নিতে চলেছে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি৷ সব মিলিয়ে প্রায় ৭ হাজার কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য৷

জানা গিয়েছে, আগামী ১১ জানুয়ারি থেকে ২২ মার্চ পর্যন্ত মোট ১৪টি চাকরির পরীক্ষার সূচি ঘোষণা করেছে পাবলিক সার্ভিস কমিশন৷ ক্লার্কশিপ থেকে শুরু করে মিসলেনিয়াস সার্ভিস ও ডব্লুবিসিএসৃসহ একাধিক চাকরির পরীক্ষা নিতে চলছে পিএসসি৷

সূত্রের দাবি, আগামী দিনে পরীক্ষার পাশাপাশি ছোটখাট সরকারি নিয়োগ সংক্রান্ত পরীক্ষার সম্ভাব্য দিনক্ষণও ঘোষণা করবে পিএসসি৷

একনজরে দেখে নেওয়া যাক, আগামী দিনের পরীক্ষা সূচি৷
 

১. ওয়ার্কার্স অ্যাকাউন্ট্যান্টস: পরীক্ষার সম্ভাব্য তারিখ ১১ জানুয়ারি৷
 

২. ক্লার্কশিপ পরীক্ষা: পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৫ জানুয়ারি৷ ৷
 

৩. ডব্লিউ বি সি এস (ইএক্সই) ইত্যাদি পরীক্ষা, ২০২০ পরীক্ষার সম্ভাব্য তারিখ ৯ফেব্রুয়ারি৷
 

৪. ডব্লিউ বি এ অ্যান্ড এ এস ১৯ প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৬ ফেব্রুয়ারি৷
 

৫. ডব্লিউ বি এ অ্যান্ড এ এস ১৮ মেইন পরীক্ষার সম্ভাব্য তারিখ ২০ ফেব্রুয়ারি৷ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত৷ ২৩ ফেব্রুয়ারি কোনো পরীক্ষা হবে না৷
 

৬. মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট (প্রিলিমিনারি),২০১৯ পরীক্ষার সম্ভাব্য তারিখ ৮মার্চ৷
 

৭. ওয়ার্ড মাস্টার ইএসআই হাসপাতালের পরীক্ষা নেওয়া হবে ২২ মার্চ৷
 

৮. অ্যাসিস্ট্যান্ট মেনেজার, খাদ্যদপ্তরের পরীক্ষা হবে ৫ ফেব্রুয়ারি৷
 

৯. অ্যাসিস্ট্যান্ট ট্যুরিস্ট অফিসার পদে পরীক্ষা হবে ১৫ ফেব্রুয়ারি৷
 

১০. অডিট সার্ভিস মেন ২০১৮ সালের পরীক্ষা হবে  ২০ ফেব্রুয়ারি৷
 

১১. অডিট সার্ভিস ২০১৯ প্রিলি পরীক্ষা হবে ১৬ ফেব্রুয়ারি৷
 

১২. সায়েন্টিফিক অফিসার ফরেনসিক ল্যাবরেটরি পরীক্ষা হবে ২৩ ফেব্রুয়ারি৷
 

১৩. রেজিস্ট্রার, উচ্চ শিক্ষা দপ্তরের পরীক্ষা ববে ১৫ মার্চ৷
 

১৪. ফার্মাসিস্ট ইএসআই পরীক্ষা হবে ১৫ মার্চ৷

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অবশ্যই পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে নজর রাখুন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *