কলকাতা: গুচ্ছ দুর্নীতির অভিযোগ ছিল৷ ছিল লাগাতার আন্দোলন-প্রতিবাদ৷ এবার সেই সমস্ত অনিময় দূর করে নতুন চেহারায় ফিরল পাবলিক সার্ভিস কমিশন৷ ইঙ্গিত আগেই মিলেছিল৷ সেই সংক্রান্ত খবরও প্রকাশ করেছিল আজ বিকেল ডট কম৷ এবার চাকরিপ্রার্থীদের বছর শেষে তিনটি চারটি নিয়োগ বিজ্ঞপ্তির উপহার দিয়ে কমিশন৷ওয়েস্ট বেঙ্গল পাব্লিক সার্ভিস কমিশনের বেশ কয়েকটি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল৷
ওয়েলফেয়ার অফিসার ইন কারেকশনাল হোম-
শূন্যপদ ৫ টি৷ এরমধ্যে প্রতিবন্ধীদের জন্য (যারা দৃষ্টিহীন বা কম দৃষ্টিশক্তি সম্পন্ন) একটি পথ ১টি , তপশিলি জাতিদের জন্য ১টি, এবং সাধারণের জন্য ৩ টি শূন্যপদ আছে৷ অনলাইন ও অফলাইন-এ আবেদনপত্র গৃহীত হবে ৪ ডিসেম্বর ২০১৯ থেকে৷ অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৬ ডিসেম্বর, ২০১৯৷
অফলাইনে আবেদনপত্র জমা দেওয়ার তারিখ ২৭ শে ডিসেম্বর, ২০১৯৷ অনলাইনে আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র কমিশনের ওয়েবসাইট www.pscwbapplication.in থেকেই আবেদন জানাতে হবে৷
আরও পড়ুন- PSC পরীক্ষার প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টের দিনক্ষণ ঘোষণা
প্রিন্সিপাল ইন গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ইন ডব্লিউবিএসইএস আন্ডার দা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট গভারমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল৷
শূন্যপদ ৩৮টি৷ প্রতিবন্ধী ২ টি, ওবিসি ‘এ’ ৩ টি৷ ওবিসি ‘বি’ ৪টি, তপশিলি উপজাতি ৩ টি৷ তপশিলি জাতি ১১ টি ও সাধারণের জন্য ১৫ টি৷ এই পদে অনলাইন ও অফলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ৩ ডিসেম্বর, ২০১৯ থেকে৷ অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ দিন ২৪ ডিসেম্বর, ২০১৯৷ অফলাইনে আবেদন জমা দেওয়ার শেষ দিন ২৬ ডিসেম্বর, ২০১৯৷
আরও পড়ুন: চাকরি প্রার্থীদের জন্য সুখবর PSC-র, জারি নিয়োগ বিজ্ঞপ্তি
উপরোক্ত দুটি পরীক্ষায় আবেদনের আগে আবেদনকারীদের প্রত্যেককে কমিশনের www.pscwbapplication.in ওয়েবসাইট থেকে ‘ওয়ান টাইম এনরোলমেন্ট’ স্কিমে নাম নথিভুক্ত করতে হবে৷ ইতিমধ্যেই যারা উল্লিখিত ওয়েবসাইটে এই স্কিমে নাম নথিভুক্ত করেছেন, তাদের দ্বিতীয়বার নাম নথিভুক্ত করার প্রয়োজন নেই৷
বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা এবং পে স্কেল সম্পর্কে বিস্তারিত জানা যাবে কমিশনের www.pscwbapplication.in এবং www.pscwbonline.gov.in ওয়েবসাইট থেকে৷
হাফ ইয়ারলি ডিপার্টমেন্টাল এক্সামিনেশন অফ অফিসার অফ দ্যা ওয়েস্ট বেঙ্গল অডিট এন্ড একাউন্টস সার্ভিস-
এই পরীক্ষাটি নেওয়া হবে কমিশনের নিজস্ব এক্সামিনেশন হলে৷ ঠিকানা, ১৬১-এ, এস পি মুখার্জি রোড, কলকাতা- ৭০০০২৬৷ পরীক্ষা নেওয়া হবে ২১,২২,২৪,২৭ ও ২৮ জানুয়ারি, ২০২০৷ এই পরীক্ষায় বসতে আগ্রহী আধিকারিকদের ফিনান্স (অডিট) ডিপার্টমেন্ট-এর সঙ্গে যোগাযোগ করে তাদের মাধ্যমে কমিশনের অফিসে নাম পাঠাতে হবে৷ ৩৯ ডিসেম্বর,২০১৯-এর মধ্যে৷
আরও পড়ুন- চাকরি প্রার্থীদের জন্য সুখবর, নয়া নির্দেশিকা PSC-র
এর আগে ২০১৯-এর জুন মাসে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ১৬ থেকে ২২ জুলাই উপরোক্ত পদের জন্য যে পরীক্ষা নেওয়া হয়েছিল, তার ফলাফল সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে দেওয়ার হবে৷ উক্ত পদে আবেদনের জন্য সমস্ত নিয়মাবলী কমিশনের ওয়েবসাইট www.pscwbonline.gov.in থেকে জানা যাবে৷
ইতিমধ্যেই প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টের দিনক্ষণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন৷ ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র বিভাগের জন্য ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার ইন ডাইরেক্টরেট পদের জন্য পরীক্ষা নেওয়া হবে ২২ ডিসেম্বর৷ রাজ্য শ্রম দফতরের অধীনস্থ ইএস আই স্কিমের ডাইরেক্টরের অধীনে নার্সিং ট্রেনিং ইন্সটিটিউটে মেডিক্যাল ইন্সট্রাক্টর পদের জন্য পরীক্ষা নেওয়া হবে ২৯ ডিসেম্বর৷ দু’টি পরীক্ষাই হবে বেলা ১২টা থেকে ১.৩০টা পর্যন্ত৷
আরও পড়ুন- PSC-র ক্লার্কশিপ পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট
পরীক্ষার্থীরা পিএসসি-র নির্দিষ্ট ওয়েবসাইট www.pscwbapplication.in থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ১২ডিসেম্বর থেক ১৯ ডিসেম্বর মধ্যে৷ উপরোক্ত পরীক্ষার স্কিম এবং সিলেবাস সংক্রান্ত তথ্য জানা যাবে কমিশনের ওয়েবসাইট www.pscwbonline.gov.in এবং www.pscwbapplication.in থেকে৷