বিতর্ক ঢাকতে ঢেলে সাজছে PSC

কলকাতা: রাজ্য সরকারি দপ্তরে কর্মী নিয়োগের দায়িত্বে থাকা পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের আর্থিক ক্ষমতা বৃদ্ধি করা হল৷ অর্থ যাতে পরীক্ষা আয়োজনে কোনও প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে, তা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত বলে জানাচ্ছে অর্থ দপ্তরের একাংশ৷ এই আদেশনামা অনুসারে এখন থেকে পিএসসি’র চেয়ারম্যান নিজস্ব ক্ষমতাবলে ১০ লক্ষ টাকা পর্যন্ত অনুমোদন করতে পারবেন৷ তাতে

বিতর্ক ঢাকতে ঢেলে সাজছে PSC

কলকাতা: রাজ্য সরকারি দপ্তরে কর্মী নিয়োগের দায়িত্বে থাকা পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের আর্থিক ক্ষমতা বৃদ্ধি করা হল৷ অর্থ যাতে পরীক্ষা আয়োজনে কোনও প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে, তা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত বলে জানাচ্ছে অর্থ দপ্তরের একাংশ৷ এই আদেশনামা অনুসারে এখন থেকে পিএসসি’র চেয়ারম্যান নিজস্ব ক্ষমতাবলে ১০ লক্ষ টাকা পর্যন্ত অনুমোদন করতে পারবেন৷ তাতে আরও বলা হয়েছে, পিএসসি দ্বারা আয়োজিত প্রতিটি পরীক্ষার ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হবে৷ এ প্রসঙ্গে নবান্নের এক কর্তা জানান, অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কারণ, আগে বহু পরীক্ষা আয়োজনের সময় দেখা গিয়েছে, অর্থের অভাবে অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি হয়৷ সরকারি নিয়ম মেনে অর্থ দপ্তরের তরফে টাকা অনুমোদনে ব্যাপক জটিলতা দেখা যেত৷ তবে নয়া নিয়মে সেই সমস্যা অনেকটা দূর হবে বলে মনে করছেন ওই কর্তা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − five =