WBCS জুডিশিয়ালের পরীক্ষার সম্ভাব্য দিন ঘোষণা PSC-র

WBCS জুডিশিয়ালের পরীক্ষার সম্ভাব্য দিন ঘোষণা PSC-র

কলকাতা: ডব্লুবিসিএস জুডিশিয়ালের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু করল পাবলিক সার্ভিস কমিশন৷ করোনা পরিস্থিতি ঠিকঠাক থাকলে আগামী ১১ অক্টোবর পিএসসি পরীক্ষা দিতে পারে৷ যদিও, এর আগে ৩৬টি চাকরির পরীক্ষা স্থগিত রেখেছে পিএসসি৷ পরীক্ষা স্থগিত করে পিএসসির তরফে জানানো হয়েছিল, ওই পরীক্ষাগুলি যত তাড়াতাড়ি সম্ভব নেওয়া হবে৷ এবার সেই মতো ডব্লুবিসিএস জুডিশিয়ালের প্রিলিমিনারি পরীক্ষা নিতে উদ্যোগী হল তারা৷

পিএসসি সূত্রে খবর, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১১ অক্টোবর পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে৷ যথাসময়ে পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন৷ পিএসসি’র ক্লার্কশিপ পরীক্ষাও স্থগিত রয়েছে৷ তবে, ক্লার্কশিপের প্রিলিমিনারি পরীক্ষার ফল ইতিমধ্যেই প্রকাশিত৷ ওই পদে নিয়োগের জন্য চূড়ান্ত পরীক্ষায় বসতে চলেছেন প্রায় ৬৫ হাজার পরীক্ষার্থী৷ গত ৪ আগস্ট পিএসসি বিভিন্ন পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছিল৷ তার মধ্যে ২৭ সেপ্টেম্বর ক্লার্কশিপ পার্ট টু পরীক্ষার কথা থাকলেও পরে সমস্ত পরীক্ষা স্থগিত হয়ে যায়৷

ইতিমধ্যেই ডব্লুবিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে পিএসসি৷ পরীক্ষা হয়েছিল ফেব্রুয়ারি মাসে৷ সফল পরীক্ষার্থীরা এবার চূড়ান্ত পর্বের পরীক্ষায় বসার সুযোগ পাবেন৷ আগের ঘোষণা অনুযায়ী ওই পরীক্ষা হওয়ার কথা ছিল ১৯ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে৷ খাদ্য দফতরের সাব-ইন্সপেক্টর নিয়োগের লিখিত পরীক্ষা ফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে৷ সফল পরীক্ষার্থীদের এবার ইন্টারভিউ নিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করার প্রস্তুতি নিয়েছে পিএসসি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − thirteen =