নয়াদিল্লি: কোভিড পরিস্থিতিতে স্থগিত হয়ে গিয়েছিল পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-এর একাধিক পরীক্ষা৷ শনিবার নতুন করে নিয়োগ পরীক্ষার কর্মসূচি ঘোষণা করল পিএসসি৷ এক ঝলকে দেখে নিন, কোন দিন কী পরীক্ষা রয়েছে-
* এফপি এবং আইএইচ বিভাগে বোটানিস্ট পদে পরীক্ষা হবে ১৩ অগাস্ট, ২০২০, প্রথমার্ধে৷
* এফপিআই এবং এইচ বিভাগের অধীনে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ হর্টিকালচার পদে পরীক্ষার তারিখ ১৩ অগাস্ট ২০২০, দ্বিতীয়ার্ধে ঘোষণা করা হয়েছে৷
* শ্রম দফতরের অধীনে সায়েন্টেফিক অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল অফ বয়লার ডিটিই. পদে পরীক্ষা হবে ১৩ অগাস্ট, ২০২০ প্রথমার্ধে৷
* শ্রম দফতরের ফিটার, হেল্পার এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে পরীক্ষা হবে ১৩ অগাস্ট, ২০২০ দ্বিতায়ীর্ধে৷
* শ্রম দফতরের অধীনে ইএসআই হাসপাতালের ওয়ার্ড মাস্টার গ্রেড- থ্রি পদের পরীক্ষা হবে ১৬ অগাস্ট, ২০২০, প্রথমার্ধে৷
* পরিবহণ দফতরের এমভিআই (এনটি) পদে পরীক্ষা হবে ১৬ অগাস্ট, ২০২০, প্রথমার্ধে৷
* উচ্চশিক্ষা দফতরের অধীনে সরকারি ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি কলেজে লাইব্রেরি পদে নিয়োগ পরীক্ষা হবে ২৩ অগাস্ট, ২০২০ প্রথমার্ধে৷
* উচ্চশিক্ষা দফতরের অধীনে সরকারি কলেজে লাইব্রেরিয়ান পদের নিয়োগ পরীক্ষার দিন ২৩ অগাস্ট, ২০২০ ধার্য করা হয়েছে৷ পরীক্ষা হবে প্রথমার্ধে৷
* শ্রম দফতরের অধীনে ইএসআই হাসপাতালের ডায়ালেসিস টেকনিশিয়ান পদে নিয়োগ পরীক্ষা হবে ২৩ অগাস্ট, ২০২০ দ্বিতায়ার্ধে৷
* এগ্রিকালচার মার্কেটিং অফিসার (ট্রেনিং এবং ক্যানিং) পদের নিয়োগ পরীক্ষা হবে ২৩ অগাস্ট, ২০২০ দ্বিতীয়ার্ধে৷
* উদ্যান পালন প্রযুক্তি সহায়ক পদের পরীক্ষা হবে ৩০ অগাস্ট, ২০২০ প্রথমার্ধে৷
* ওয়েলফেয়ার অফিসার পদে পরীক্ষা হবে ৩০ অগাস্ট, ২০২০ দ্বিতীয়ার্ধে৷
* শ্রম দফতরের অধীনে ইএসআই হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট পদে পরীক্ষা হবে ৩০ অগাস্ট, ২০২০ দ্বিতীয়ার্ধে৷
* অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানার পদে নিয়োগ পরীক্ষা হবে ৩০ অগাস্ট, ২০২০ দ্বিতীয়ার্ধে৷
* ডব্লিউবিজেএস এগজামিনেশন, ২০২০ (প্রিলিমিনারি) পরীক্ষা হবে ৫ সেপ্টেম্বর, ২০২০৷
* আইসিডিএস সুপারভাইজার পদে পরীক্ষা হবে ১২ এবং ১৩ সেপ্টেম্বর, ২০২০৷
* সরকারি পলিটেকনিক কলেজে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে পরীক্ষা হবে ২০ সেপ্টেম্বর, ২০২০৷
* ক্লার্কশিপ এগজামিনেশন, ২০১৯ পার্ট-২ পরীক্ষা নেওয়া হবে ২৭ সেপ্টেম্বর, ২০২০৷
* আইসিডিএস (সুপারভাইজার) মেন পরীক্ষা হবে ১০ অক্টোবর, ২০২০ এবং ১১ অক্টোবর, ২০২০৷
* অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র (মেকানিক্যাল/ ইলেকট্রনিক) পদের জন্য নিয়োগ পরীক্ষা হবে ১৭ অক্টোবর, ২০২০৷
* অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র (এআই/এএম) পদে পরীক্ষা হবে ১৮ অক্টোবর, ২০২০ প্রথমার্ধে৷
* এমআইএস কোঅর্ডিনেটর, মিড ডে মিল – পরীক্ষা হবে ১৮ অক্টোবর, ২০২০ দ্বিতীয়ার্ধে৷
* জিও ফিজিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে পরীক্ষা হবে ১৮ অক্টোবর, দ্বিতীয়ার্ধে৷
* স্কুল শিক্ষা দফতরের অধীনে ডিসট্রিক্ট অর্গানাইজার, ফিজিক্যাল এডুকেশন পদে পরীক্ষা হবে ১৮ অক্টোবর, ২০২০ দ্বিতীয়ার্ধে৷
* ওয়ার্কশপ ইন্সট্রাক্টর পদের জন্য পরীক্ষা হবে ২২ নভেম্বর, ২০২০৷
* ডব্লিউবিজেএস পরীক্ষা, ২০২০ মেন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে৷
* সরকারি ডিগ্রি কলেজ/ টিটার্স ট্রেনিং কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য পরীক্ষা হবে ১৩ ডিসেম্বর, ২০২০৷
* ডব্লিউবিসিএস পরীক্ষা, ২০২০ (মেন) পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে৷
* আইটিআই ইন্সট্রাক্টর পদের জন্য পরীক্ষা হবে ২৭ ডিসেম্বর৷
* ইন্সপেক্টর অফ লিগাল মেট্রোলজি পদে পরীক্ষা হবে ৩ জানুয়ারি, ২০২১৷
* ডব্লিউবিএ এবং এএস পরীক্ষা, ২০১৯ মেন অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি, ২০২১ এর মধ্যে৷
* জিওলজিস্ট পদের জন্য নিয়োগ পরীক্ষা হবে ২৪ জানুয়ারি, ২০২১ প্রথমার্ধে৷
*মাইনিং অফিসার পদের জন্য নিয়োগ পরীক্ষা হবে ২৪ জানুয়ারি, ২০২১ দ্বিতীয়ার্ধে৷
* প্রস্তুতিমূলক স্কুল শিক্ষিকা পদের জন্য পরীক্ষা হবে ২৪ জানুয়ারি, ২০২১ প্রথমার্ধে৷
* ডব্লিউবিসিএস, ২০২১ প্রলিমিনারি পরীক্ষা হবে ৭ ফেব্রুয়ারি, ২০২১ তারিখে৷
* মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এগজামিনেশন (মেন), ২০১৯ পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ ফেব্রুয়ারি, ২০২১ তারিখে৷