৭২২৭ শূন্যপদে নিয়োগ পরীক্ষার দিন ঘোষণা PSC-র

৭২২৭ শূন্যপদে নিয়োগ পরীক্ষার দিন ঘোষণা PSC-র

কলকাতা: করোনা আবহে বদলে গিয়েছে সমস্ত সূচি৷ একগুচ্ছ নিয়োগ পরীক্ষার দিনক্ষণ ঘোষণার পরও তা পিছিয়ে দিতে বাধ্য হয়েছে হয়েছে পিএসসি৷ এবার করোনা পরিস্থিতির মধ্যে ক্লার্কশিপ মেইন পরীক্ষার দিনক্ষণ ও ই-অ্যাডমিড কার্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করল পিএসসি৷

ক্লার্কশিপের প্রাথমিক পর্বে পরীক্ষায় প্রায় ৬৫ হাজার পরীক্ষার্থ এবার সফল হয়েছেন৷ কিন্তু, বিপুল সংখ্যাক পরীক্ষার্থী সফল হলেও ঠিক কত শূন্যপদে নিয়োগ হবে? সেই প্রশ্নের জবাব আগেই দিয়েছে কমিশন৷ খুব দ্রুত ক্লার্ক পদে নিয়োগ পেতে চলেছেন অন্তত ৭২২৭ জন সফল পরীক্ষার্থী৷ আগামী ৬ ডিসেম্বর ক্লার্কশিপ মেইন পরীক্ষার সূচি ঘোষণা করেছে কমিশন৷ ওই দিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবে পরীক্ষা৷ পরীক্ষায় বসতে গেলে ২৫ নভেম্বর থেকে কমিশনের https://wbpsc.gov.in  ওয়েবসাইট থেকে ই-অ্যাডমিড কার্ড ডাউনলোড করা যাবে৷ পরীক্ষাকেন্দ্র ঢুকতে গেলে এই ই-অ্যাডমিড কার্ড বাধ্যতামূলক৷

পিএসসির বিজ্ঞপ্তি

২০১৫ সালের ডিসেম্বরে এলডিএ নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়৷ ২০১৬-১৭ সালে ক্লার্কশিপ পরীক্ষা নেয় স্টাফ সিলেকশন কমিশন৷ পরে এসএসসি লাটে ওঠার পর নিয়োগ প্রক্রিয়া শেষ করে পিএসসি৷ সেই সময় ১২০০ এলডিএ পদে নিয়োগ করে পিএসসি৷ এবার ক্লার্কশিপের চূড়ান্ত পরীক্ষা নিতে চলেছে পিএসসি৷ পরীক্ষা সংক্রান্ত তথ্য ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে কমিশন৷ মোট শূন্যপদের উল্লেখ আছে বিজ্ঞপ্তিতে৷ ক্লার্কশিপ পরীক্ষার জন্য পিএসসির তরফে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বিজ্ঞপ্তি জারি হয়৷ অনলাইনে নেওয়া হয় আবেদন৷ এই পদে প্রথম পর্বের পরীক্ষা হয় চলতি বছরের ২৭ জানুয়ারি৷ আগামী ৬ ডিসেম্বর চূড়ান্ত পর্বে পরীক্ষা হতে চলেছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 3 =