কেন থেমে আপার প্রাইমারি নিয়োগ? ফের বিকাশ ভবন অভিযান

প্রাথমিক শিক্ষক নিয়োগের কথা যখন ঘোষণা করা হয়েছিল তখন কিছুটা স্বস্তি পেয়েছিল চাকরীপ্রার্থীরা। প্রাইমারি ও আপার প্রাইমারি- দুই ক্ষেত্রেই চাকরীপ্রার্থীরা স্বস্তর নিঃশ্বাস ফেলেছিল। কিন্তু কাদের নিয়োগ করা হবে তা নিয়ে কোনও স্পষ্ট ঘোষণা করা হয়নি। তবে এবার সেই ঘোষণা করল প্রাথমিক শিক্ষা দফতর। জানাল নিয়োগ হবে প্রাইমারিতেই।

a3b9bf77a028f28220ab3feece91c98b

 

কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগের কথা যখন ঘোষণা করা হয়েছিল তখন কিছুটা স্বস্তি পেয়েছিল চাকরীপ্রার্থীরা। প্রাইমারি ও আপার প্রাইমারি- দুই ক্ষেত্রেই চাকরীপ্রার্থীরা স্বস্তর নিঃশ্বাস ফেলেছিল। কিন্তু কাদের নিয়োগ করা হবে তা নিয়ে কোনও স্পষ্ট ঘোষণা করা হয়নি। তবে এবার সেই ঘোষণা করল প্রাথমিক শিক্ষা দফতর। জানাল নিয়োগ হবে প্রাইমারিতেই।

এই ঘোষণার পর স্বভাবতই ক্ষুব্ধ আপার প্রাইমারির চাকরীপ্রার্থীরা। প্রায় ৫ বছর হয়ে গেল পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়ে বসে রয়েছে তারা। কিন্তু এখনও তাদের নিয়োগ হয়নি। সম্প্রতি নিয়োগের কথা ঘোষণা করার পর যদিও বা একটু স্বস্তি এসেছিল, প্রাথমিক শিক্ষা দফতরের ঘোষণার পর সে গুড়েও বালি। জানা গেল এখনই আপার প্রাইমারির নিয়োগ হবে না। ফলে কার্যত বিক্ষোভে নামার দিকে ঝুঁকেছেন চাকরীপ্রার্থীরা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে চাকরীপ্রার্থীরা কলকাতায় আসছেন। বিকাশ ভবনের সামনে অভিযানে শামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তাঁদের দাবি, যত তাড়াতাড়ি সম্ভব গেজেট বিধি মেনে যোগ্য প্রার্থীদের আপার প্রাইমারিতে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে।

প্রসঙ্গত, গেজেট বিধি মেনে নিয়োগ হল বিষয় অনুযায়ী অনুপাত ভিত্তিক নিয়োগ। সেদিকেই এখন ঝুঁকছেন চাকরীপ্রার্থীরা। সংগঠনের সভাপতি সুশান্ত ঘোষ জানিয়েছেন, প্রায় ৫ বছর হয়ে গেল চাকরি পাচ্ছেন না চাকরীপ্রার্থীরা। পরীক্ষায় কৃতকার্য হয়েও চাকরি না হওয়ায় ক্রমশ তাঁরা হতাশায় ডুবে যাচ্ছেন। এখনও পর্যন্ত এই নিয়ে সরকার কোনও কথা বলেনি। তাই কার্যত কোনও উপায় না দেখে বিকাশ ভবনের সামনে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এ প্রসঙ্গে উল্লেখ্য, ইতিমধ্যেই আপার প্রাইমারি নিয়োগ নিয়ে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তার রায় এখনও ঘোষিত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *