লোকসভা ভোটের আগে মিটবে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ সমস্যা?

আপারের তাজা খবর 1- 2019,জানুয়ারি প্রথম সপ্তাহ থেকে আপারে 1st Phase ভেরিফিকেশনের নোটিফিকেশন ও প্রসেস শুরু হতে পারে । 2- সিট প্যারাটিচার নিয়ে 23870 টি ইতিমধ্যেই বিকাশ ভবনের অনুমোদন পেয়েছে । নবান্নের অনুমোদন এর জন্য গেছে । 3- আপারে জানুয়ারি মাসের 3য় সপ্তাহে 2nd Phase বের হতে পারে । 4- আপারে হয় 2nd Phase বের

লোকসভা ভোটের আগে মিটবে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ সমস্যা?

আপারের তাজা খবর
1- 2019,জানুয়ারি প্রথম সপ্তাহ থেকে আপারে 1st Phase ভেরিফিকেশনের নোটিফিকেশন ও প্রসেস শুরু হতে পারে । 2- সিট প্যারাটিচার নিয়ে 23870 টি ইতিমধ্যেই বিকাশ ভবনের অনুমোদন পেয়েছে । নবান্নের অনুমোদন এর জন্য গেছে । 3- আপারে জানুয়ারি মাসের 3য় সপ্তাহে 2nd Phase বের হতে পারে । 4- আপারে হয় 2nd Phase বের করে একসাথে ভেরিফিকেশন নয়তো একসাথে ভাইভা ভেরিফিকেশন হতে পারে । আলোচনা চলছে । 5- কমপক্ষে 3টে ফেজ হবেই । 4/5টা ফেজও হতে পারে । 6- Central Office এ ভেরিফিকেশন হবার কথা প্রাথমিকভাবে ঠিক হয়েছে । চূড়ান্ত ঠিক হয় নি । 7-লোকসভা ভোটের আগে আপারে নিয়োগের জন্য সরকার সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে । 8- সিট 25/26হাজার হবেই বলে খবর । যা বললাম সেটাই শেষ কথা নয় । এরপর যা ঠিক হবেই সেটাও জানাবো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =