মহামারীর মাঝে কোনও ছাঁটাই হবে না, কর্মীদের আশ্বাস বেসরকারি সংস্থার

মহামারীর মাঝে কোনও ছাঁটাই হবে না, কর্মীদের আশ্বাস বেসরকারি সংস্থার

f69f6ea68f22e7303d008f70723890f4

বেঙ্গালুরু: করোনায় সব থেকে খারাপ প্রভাব পড়বে অর্থনীতিতে৷ বিভিন্ন দেশের পাশাপাশি বিভিন্ন সংস্থার অর্থনৈতিক পরিস্থিতি ভেঙে যেতে পারে৷ এই পরিস্থিতিতে বেসরকারি অনেক সংস্থার কর্মীরা চাকরি হারানোর ভয় পাচ্ছেন৷ ভারতে অবস্থিত বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, লকডাউন চললেও কোনও কর্মীদের ছাঁটাই করা হবে না৷ 

কোনও কোনও সংস্থা আশ্বাস দিয়েছে আগামী ৯০ দিন কোনও কর্মী ছাঁটাই করা হবে না৷ অন্য দিকে, কোনও কোনও সংস্থা আশ্বাস দিয়েছে, সারা বছর কোনও ছাঁটাই হবে না৷ নতুন নিয়োগ বন্ধ করে, পুরনো কর্মীদের নিরাপত্তার ওপর বেশি জোর দেওয়া হবে৷ এইসব সংস্থাগুলির মধ্যে রয়েছে, এসএপি, মর্গ্যান স্ট্যানলি, সেলস ফোর্স, পালো অল্টো নেটওয়ার্ক, পেপাল, সিটি গ্রুপ, জেপি মরগ্যান, ব্যাংক অফ আমেরিকা এবং বুজ অ্যালেন হ্যামিলটন।

জেপি মর্গ্যানের মুখপাত্র জানিয়েছেন,  সংস্থার  অবস্থা খারাপ৷ বার বার সংস্থার পরিকল্পনা বদল করা হচ্ছে৷ জানানো হচ্ছে, যাতে কর্মী ছাঁটাই এড়ানো যায়, অনবরত তার চেষ্টা চালানো হচ্ছে৷ বর্তমানে এই সংস্থার আমেরিকার বাইরে সব থেকে বেশি কর্মী রয়েছেন৷ এসপির তরফে জানানো হয়েছে. আগামী ৯০ দিন কর্মী ছাঁটাইয়ের কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না৷ পরে পরিবেশ পরিস্থিতি বুঝে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে৷  কর্মীদের পাশে সংস্থা সব সময় রয়েছে বলেও আশ্বাস দেওয়া হয়েছে৷ ভারতে এই সংস্থায় ১৩ হাজার কর্মী কাজ করেন বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *