লোকসভার আগে সিভিক ভলান্টিয়ার নিয়োগ জেলা প্রাশাসনের

কলকাতা: পঞ্চায়েত ভোটে জঙ্গলমহলে আদিবাসী ভোটে টান পড়েছে শাসকদলের। শিয়রে লোকসভা ভোট। আদিবাসীদের কাজের সুযোগ করে দিয়ে তাঁদের মন জয় করতে সচেষ্ট হয়েছে রাজ্য সরকার। এবার শুধুমাত্র তাঁদের ছেলেমেয়েদদের মধ্যে থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। যার নাম দেওয়া হয়েছে আদিবাসী সিভিক ভলান্টিয়ার। সিভিক ভলান্টিয়ারের কাজ ছাড়াও তাঁদের এখানে আলাদা করে কাজের ব্যবস্থা করা হবে। পুরুলিয়া,

লোকসভার আগে সিভিক ভলান্টিয়ার নিয়োগ জেলা প্রাশাসনের

কলকাতা: পঞ্চায়েত ভোটে জঙ্গলমহলে আদিবাসী ভোটে টান পড়েছে শাসকদলের। শিয়রে লোকসভা ভোট। আদিবাসীদের কাজের সুযোগ করে দিয়ে তাঁদের মন জয় করতে সচেষ্ট হয়েছে রাজ্য সরকার। এবার শুধুমাত্র তাঁদের ছেলেমেয়েদদের মধ্যে থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। যার নাম দেওয়া হয়েছে আদিবাসী সিভিক ভলান্টিয়ার।

সিভিক ভলান্টিয়ারের কাজ ছাড়াও তাঁদের এখানে আলাদা করে কাজের ব্যবস্থা করা হবে। পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ জঙ্গলমহলের মতো বিভিন্ন এলাকায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার কাজে সিভিক ভলান্টিয়ারদের মতোই তাঁদের ব্যবহার করা হবে। এ জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়েছে বলে রাজ্য পুলিশ সূত্রে খবর। বিগত পঞ্চায়েত ভোটে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের মতো জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় শাসকদলের ভোট কমেছে। হাতছাড়া হয়েছে বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত। তারপরই রীতিমতো ঘুম ছুটেছে রাজ্যের ক্ষমতাসীন শাসকদলের। জঙ্গলমহলের গরিব মানুষের জন্য সরকার দু’টাকা কেজি দরে চাল দেওয়া থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প চালিয়ে যাচ্ছে। আদিবাসী ছেলেমেয়েদের যাতে চাকরি হয়, সেজন্য উদ্যোগ নেওয়ার কাজ শুরু হযয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 14 =