চাকরি প্রার্থীদের জন্য খবর! পুজোর পরে রাজ্যে প্রাইমারি টেট! শুরু প্রস্তুতি

চাকরি প্রার্থীদের জন্য খবর! পুজোর পরে রাজ্যে প্রাইমারি টেট! শুরু প্রস্তুতি

 কলকাতা: দীর্ঘ অপেক্ষার পর রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর৷ দুর্গাপুজোর পরেই রাজ্যে টেট পরীক্ষার ইঙ্গিত দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ পুজোর পরে টেট পরীক্ষার আয়োজন করা হলে কোন জেলায় কত পরীক্ষাকেন্দ্র পাওয়া যাবে তার তালিকা চেয়ে পাঠানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে।

আরও পড়ুন- OMR সিট বিকৃত! ফের মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ নিয়ে প্রশ্ন

সূত্রের খবর, আনুমানিক পরীক্ষার্থীর সংখ্যা বিবেচনা করে জেলাগুলিকে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ টেট নিয়ে চলতি মাসেই বৈঠকে বসতে পারে পর্ষদের নব গঠিত অ্যাডহক কমিটি। মনে করা হচ্ছে এই বৈঠকেই টেট পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠক হওয়ার কথা ৯ সেপ্টেম্বর৷ আর অ্যাড হক কমিটির বৈঠকের আগেই পরীক্ষাকেন্দ্রের তালিকা পাঠানোর কথা বলা হল৷ প্রতিটি জেলার জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যানদের এই মর্মে নির্দেশ পাঠিয়েছে পর্ষদ।

টেট কমিটি সূত্রে জানা গিয়েছে, বহু প্রতীক্ষিত টেট পরীক্ষার আবেদন পত্র গ্রহণের পদ্ধতি থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে বেশ কিছু বদল আনতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে বদলগুলি ঠিক কী কী, তা অবশ্য এখনও জানা যায়নি। তবে পরীক্ষা যে  হবে,  সেই ইঙ্গিত মিলেছে।

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের কথায়, “পরীক্ষার প্রস্তুতি চলছে। আমরা কটা পরীক্ষা কেন্দ্র পেতে পারি, তার একটা ধারনা পেতে চাইছি। কারণ, আমাদের ধারণা এই বছর কয়েক লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেবে। সব দিক খতিয়ে দেখেই আমরা সিদ্ধান্ত নেব। দ্রুত পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে।”

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে রাজ্যে বন্ধ রয়েছে টেট পরীক্ষা। শেষ টেট পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই দুর্নীতির অভিযোগে তোলপাড়া রাজ্য৷ একের পর এক মামলায় হয় হাই কোর্টে৷ উচ্চ আদালতের নির্দেশেই বন্ধ রাখা হয় পরীক্ষা৷ অবশেষে আইনি জট কাটিয়ে ফের নেওয়া হবে শিক্ষক নিয়োগের পরীক্ষা। চাকরি প্রার্থীদের আশা, এবার হয়তো দুর্নীতিমুক্ত ভাবেই পরীক্ষা ও নিয়োগ দিতে পারবে পর্ষদ৷