নয়াদিল্লি: করোনা আতঙ্কের মধ্যেই ফের মধ্যবিত্তের সঞ্চয়ে কোপ৷ এবার স্বল্পসঞ্চয় সুদের হার কমাল কেন্দ্র৷ পিপিএফের সুদের হার কমানো হয়েছে৷ সিনিয়র সিটিজেন স্কিম থেকে শুরু করে ন্যাশনাল সেভিংস স্কিমে সুদের হারে কমানো হচ্ছে৷ আগামীকাল থেকে কার্যকর হবে না বিধি৷
করোনা পরিস্থিতির জেরে জেরবার ভারতীয় অর্থনীতি৷ মুখ থুবড়ে পড়েছে শেয়ার বাজার৷ করোন পরিস্থিতি মোকাবিলায় তিন মাসের জন্য ইএমআই স্থগিত রাখার ঘোষণা করেছে একাধিক ব্যাংক৷ এবার করোনা আতঙ্কের মধ্যেই স্বল্প সঞ্চয় সুদের হার কমিয়ে দিল কেন্দ্র৷
Interest Rates on Small Savings like PPF, Kisan Vikas Patra, NSC, Senior Citizens Scheme, Monthly Income Scheme cut
PPF now 7.1% (Cut by 0.8%)
Senior Citizens Scheme: 7.4% (Cut by 1.2%)
Monthly Income Scheme now 6.6% (Cut by 1%)
NSC now 6.8% (Cut by 1.1%) pic.twitter.com/WYqu08TFbW— Nagpal Manoj (@NagpalManoj) March 31, 2020