মিলবে কেন্দ্রীয় হারে বকেয়া DA, হাই কোর্টের নির্দেশে উচ্ছ্বসিত রাজ্যের কর্মীরা

মিলবে কেন্দ্রীয় হারে বকেয়া DA, হাই কোর্টের নির্দেশে উচ্ছ্বসিত রাজ্যের কর্মীরা

কলকাতা: রাজ্য সরকারি কর্মীরা কবে বকেয়া ডিএ পাবেন, তা এখনও অনিশ্চিত৷ মামলা ঝুলে রয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে৷ তবে রাজ্যের বিদ্যুৎ বিভাগের কর্মীদের জন্য সুখবর৷ কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার দাবিতে সিলমোহর দিল কলকাতা হাইকোর্ট। 

আরও পড়ুন- ঘুড়ি ওড়ানো নিয়ে বচসা, বাবা-ছেলেকে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ

শনিবার বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ দুই বিদ্যুৎ সংস্থার আবেদন খারিজ করে বিচারপতি রাজ শেখর মান্থর সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখল। ফলে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মাফিক ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত বিদ্যুৎ সংস্থাগুলির কর্মীদের কেন্দ্রীয় হারে প্রাপ্য বকেয়া ডিএ বা মহার্ঘ্য ভাতা মিটিয়ে দিতে হবে৷ 

এদিন হাইকোর্ট জানায়, বিদ্যুৎ সংস্থাগুলি আর্থিক অনটনের কথা বলে কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ চাইছে না৷ তারা আর্থিক অনটনের অজুহাত দেখালেও তাদের ব্যালান্স সিট অন্য কথা বলছে৷ দেখা গিয়েছে রাজ্যের দুই বিদ্যুৎ সংস্থা এই সময়ের মধ্যে যথেষ্ট আর্থিক লাভ করেছে। ফলে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি ও ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিস্ট্রিবিউশন কোম্পানিকে তাদের কর্মীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা কেন্দ্রের হারেই মিটিয়ে দিতে হবে।

আরও পড়ুন- নন্দীগ্রামে বোমা বিস্ফোরণে হত শিশু, জখম আরও ২

রাজ্যের কর্মীরা ডিএ নিয়ে বঞ্চনার অভিযোগ তুললেও কেন্দ্রীয় সরকারের কর্মীরা বকেয়া  মহার্ঘ ভাতা পেয়ে গিয়েছেন৷ করোনা পরিস্থিতিতে আটকে থাকা ডিএ একেবারে ২৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 17 =