মাসিক ৬৯,১০০ টাকার বেতনে ডাক বিভাগে নিয়োগ, ১৩৭১ শূন্যপদে শুরু আবেদন

মাসিক ৬৯,১০০ টাকার বেতনে ডাক বিভাগে নিয়োগ, ১৩৭১ শূন্যপদে শুরু আবেদন

 

মুম্বই: কর্মসংস্থানের নতুন সুযোগ৷ ডাকবিভাগের শূন্যপদে নিয়োগ করা হবে নতুন কর্মী৷ কোভিড পরিস্থিতি দেশের চাকরির যা হাল তা রীতিমত চিন্তায় ফেলেছে দেশের যুবসমাজকে৷ সেক্ষেত্রে এই খবর হতে পারে আশার আলো৷ মহারাষ্ট্রের পোস্ট অফিসগুলিতে শূন্যপদে নতুন কর্মী নিয়োগ করবে৷ ডাকবিভাগগুলিতে হাজারেরও বেশি পদ খালি রয়েছে৷

বিজ্ঞপ্তি অনুসারে, ১৩৭১টি শূন্যপদ রয়েছে ডাকবিভাগে৷ সংশ্লিষ্ট  বিভাগে আবেদন করার জন্য সময় দেওয়া হয়েছে একমাস৷ নভেম্বরের ৩ তারিখ পর্যন্ত এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন আবেদনকারীরা৷ এরমধ্যে ১০২৯টি রয়েছে পোস্টম্যানের পদ রয়েছে৷ ২৯৫ টি সাব অর্ডিনেট অফিসে মাল্টি টাস্কিং স্টাফের পদ রয়েছে৷ ৩২ টি পদ রয়েছে প্রশাসনিক দফতরে মাল্টি টাস্কিং স্টাফের এবং ১৫টি পদ রয়েছে মেইল গার্ডের৷

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পোস্টম্যান ও মেইল গার্ড পদের জন্য আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে৷ একইসঙ্গে অবশ্যই থাকতে হবে বেসিক কম্পিউটারের জ্ঞান ও স্থানীয় ভাষায় দখল থাকতে হবে৷ যারা MTS বা মাল্টি টাস্কিং স্টাফের পদের জন্য আবেদন করেছেন তাদের মাধ্যমিক পাশ হতে হবে পাশাপাশি স্থানীয় ভাষা জানতে হবে৷ পোস্টম্যান- মেইল গার্ডের ও মাল্টি টাস্কিং স্টাফের পদের জন্য বয়স হতে হবে ন্যুনতম ১৮ বছর৷ তবে পোস্টম্যান- মেইল গার্ডের জন্য বয়স হতে হবে ২৭ বছর৷ অন্যদিকে মাল্টি টাস্কিং স্টাফের পদের জন্য সর্বাধিক বয়স হতে হবে ২৭ বছর৷ কম্পিউটারের পরীক্ষার ভিত্তিতেই বাছা হবে কর্মী৷

পোস্টম্যান- মেইল গার্ডের পদের বেতন ২১,৭০০ থেকে শুরু করে ৬৯,১০০৷ যারা মাল্টি টাস্কিং স্টাফের পদের জন্য নির্বাচিত হবে তাদের বেতন হবে ১৮০০০ থেকে ৫৬,৯০০৷ বিজ্ঞপ্তিতে একটি ওয়েবসাইটের ঠিকানাও দিয়ে দেওয়া হয়েছে৷ যেখানে অনলাইনে খুব সহজেই এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন আবেদনকারীরা৷ কোভিড পরিস্থিতিতে এই বিজ্ঞপ্তি বেরোনোর ফলে কিছুটা হলেও আশার আলো দেখবে মহারাষ্ট্রের যুবক-যুবতীরা৷ https://dopmah20.onlineapplicationform.org/MHPOST/ এই লিঙ্ক থেকে করা যাবে আবেদন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 4 =