ফের শিক্ষকদের উপর পুলিশি তাণ্ডব! আটক ২০০০ শিক্ষক!

ফের শিক্ষকদের উপর পুলিশি তাণ্ডব! আটক ২০০০ শিক্ষক!

1b0b44f300d2a07f02a01390c9c5a49b

কলকাতা:  বেতন বঞ্চনার প্রতিবাদে শিক্ষামন্ত্রির কাছে ডেপুটেশন, জমায়েত শুরুর আগেই  প্রাথমিক শিক্ষক সংগঠন উস্থি ইউনাইটেডের সম্পাদিকা পৃথা বিশ্বাস, বেলা সাহা-সহ বহু শিক্ষককে আটক করল পুলিশ৷ মিছিল শুরুর আগে সল্টলেক করুনাময়ী থেকে প্রাথমিক শিক্ষকদের আটক করা হয়েছে বলে খবর৷ শিক্ষকদের মুক্তির দাবিতে বিধাননগর থানার সামনে অবস্থান শিক্ষকদের৷ অন্দোলনে গিয়ে শিক্ষকদের গ্রেপ্তারির ঘটনায় শিক্ষক মহলে উঠেছে নিন্দার ঝড়৷

শিক্ষকদের গ্রেপ্তারির প্রসঙ্গে পুলিশ ও প্রশাসনের কাছে শিক্ষক সংগঠনের আবেদন, ‘‘এই পে কমিশন আপনারাও আমাদের মতন সমভাবে বঞ্চিত৷ আপনাদেরও ডিএ’র ভাড়ার শূন্য৷ অন্যান্য রাজ্যমকো ন্যায্য বেতন আপনারাও পান না৷ তাই আমাদের মর্যাদা রক্ষার লড়াইয়ে আপনারা সহযোগিতা করুন৷ আর যদি বিবেক সাড়া দেয় তাহলে আপনারাও সামিল হোন আমাদের সঙ্গে৷’’ দীর্ঘ অনশন-ধর্নার পর নামমাত্র বেতন বেড়েছিল প্রাথমিক শিক্ষকদের৷ সেখানে ছিল বেশ কিছু বঞ্চনা৷ আজ সেই বেতন বঞ্চনার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়৷ কিন্তু, মিছিল শুরুর আগে গণহারে শিক্ষকদের আটক করে পুলিশ৷ অভিযোগ, শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলন শুরু করার আগেই পুলিশ শিক্ষকদের উপর শক্তি প্রয়োগ করতে শুরু করে৷ বেশ কয়েকটি প্রিজন ভ্যান ও বাস আনিয়ে শিক্ষকদের তুলে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ শিক্ষকদের৷ কেন শিক্ষকদের আটক করা হয়েছে, সেবিষয়ে এখনও পর্যন্ত পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ শিক্ষকদের দাবি, আন্দোলনে অংশ নেওয়া অন্তত ২০০০ প্রাথমিক শিক্ষককে আটক করা হয়েছে৷ থানার মধ্যে আটক শিক্ষকদের রাখার জায়গা কম পড়ে যাওয়ায় স্থানীয় একটি মাঠের মধ্যে তাঁদের আটকে রাখা হয় বলেও অভিযোগ শিক্ষকদের৷

শিক্ষকদের অভিযোগ, শিক্ষামন্ত্রী বলেছিলেন, বঞ্চনার অবসান ঘটাবেন৷ কিন্তু, এখনও হয়নি৷ আর সেই কারণে রাস্তায় নামতে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷ সেই মতো আজ বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয় প্রাথমিক শিক্ষকদের তরফে৷ কিন্তু, মিছিল শুরুর আগে সল্টলেক করুনাময়ী থেকে শিক্ষকদের গ্রেপ্তার করা হয়৷ শিক্ষকদের তুলে নিয়ে যাওয়া হয় থানায়৷ শিক্ষকদের মুক্তির দাবিতে থানার সামনে ধর্নায় বসেন শিক্ষকরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *