শিক্ষক বিদ্রোহে ভাঙল পুলিশ ব্যারিকেড, জলকামান-গ্রেপ্তার-প্রতিবাদ

কলকাতা: সর্বভারতীয় যোগ্যতা অনুযায়ী বেতন ক্রমের দাবিতে আজ পথে নামলেন প্রাথিক শিক্ষকদের বড় অংশ৷ উস্তি ইউনাইটেড অ্যাসোসিয়েশনের ডাকা বেতন বৃদ্ধির আন্দোলনে শহর কলকাতার রাজপথে নামলেন কয়েক প্রাথমিক শিক্ষক৷ শিক্ষকদের সম্মিলিত প্রতিবাদে ভেঙে যায় পুলিশ ব্যারিকেড৷ করা হয় গ্রেপ্তার৷ মিছিল রুখতে জলকামান ছোড়ে পুলিশ৷ মিছিল ধর্মতলায় অভিমুখে এগোতেই ব্যারিকেড গড়ে তুলে শিক্ষকদের আটকানোর চেষ্টা করে পুলিশ৷

শিক্ষক বিদ্রোহে ভাঙল পুলিশ ব্যারিকেড, জলকামান-গ্রেপ্তার-প্রতিবাদ

কলকাতা: সর্বভারতীয় যোগ্যতা অনুযায়ী বেতন ক্রমের দাবিতে আজ পথে নামলেন প্রাথিক শিক্ষকদের বড় অংশ৷ উস্তি ইউনাইটেড অ্যাসোসিয়েশনের ডাকা বেতন বৃদ্ধির আন্দোলনে শহর কলকাতার রাজপথে নামলেন কয়েক প্রাথমিক শিক্ষক৷ শিক্ষকদের সম্মিলিত প্রতিবাদে ভেঙে যায় পুলিশ ব্যারিকেড৷ করা হয় গ্রেপ্তার৷ মিছিল রুখতে জলকামান ছোড়ে পুলিশ৷

মিছিল ধর্মতলায় অভিমুখে এগোতেই ব্যারিকেড গড়ে তুলে শিক্ষকদের আটকানোর চেষ্টা করে পুলিশ৷ কিন্তু, শিক্ষক বিদ্রোহের আগুনে ভেঙে যায় ব্যারিকেড৷ পুলিশের সঙ্গে বচসায় জড়ায় শিক্ষকারা৷ শিক্ষকদের ভাত-কাপড়ের লড়াইয়ে আলগা হয়ে যায় পুলিশি ব্যারিকেড৷ ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় মিছিল৷ নামানো হয়েছে র‌্যাফ৷ শিক্ষকদের লক্ষ্য করে ছোড়া হয় জলকামান৷ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষককে লালবাজারে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর৷

শিক্ষক বিদ্রোহে ভাঙল পুলিশ ব্যারিকেড, জলকামান-গ্রেপ্তার-প্রতিবাদআষাঢ়ের রোদে পুড়ে এদিন মিছিল করেন শিক্ষকদের একাংশ৷ ওঠে স্লোগান৷ ‘দয় নয়, ভিক্ষা নয়, চাই যোগ্যতা অনুযায়ী বেতন৷’ আজ, সকাল ১১টায় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে প্রথমিক শিক্ষকদের মিছিল যায় রানি রাসমনি অ্যাভিউনিউ পর্যন্ত৷ রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় সমালোচনা করেন শিক্ষকদের একাংশ৷ অবিলম্বে বেতন বৃদ্ধির নির্দেশ কার্যকর করার ডাক দেওয়া হয়৷

শিক্ষক বিদ্রোহে ভাঙল পুলিশ ব্যারিকেড, জলকামান-গ্রেপ্তার-প্রতিবাদপিআরটি স্কেলের দাবিতে আজ উস্তি সংগঠনের আহ্বানে কলকাতার মিছিলে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন৷ শিক্ষক শিক্ষা কর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের যুগ্ম সম্পাদক কিংকর অধিকারী ছাড়াও রাজ্য কমিটির অন্যতম সদস্য তমাল মণ্ডল ও সুলগ্না পাল উপস্থিত ছিলেন৷ আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য জলকামান ব্যবহার করে পুলিশ৷ পুলিশের এই ভূমিকাকে তীব্র ধিক্কার শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের৷ কিংকর অধিকারী বলেন, ‘‘শিক্ষকদের উপর পুলিশের জলকামান ছোড়ার ঘটনায় আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি৷ অবিলম্বে প্রাথমিক শিক্ষকদের ন্যায্য দাবি পিআরটি স্কেল মেনে নিক সরকার৷’’

সংগঠনের রাজ্য সম্পাদক পৃথা বিশ্বাস জানান, প্রাইমারি শিক্ষকদের গ্রেড পে ২৬০০ থেকে বাড়িয়ে ৩২০০টাকা করার কথা বলেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ কিন্তু, তাঁদের দাবি, ‘দয়া’র এই গ্রেড পে ৩২০০ টাকা নয়, সর্বভারতীয় প্রাইমারি শিক্ষকদের গ্রেড পের মতো ৪২০০ টাকা করতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 6 =