রাস্তায় ফেলে শিক্ষকদের পেটাল মমতার পুলিশ, ধুন্ধুমার

কলকাতা: বেতন নিয়ে সমস্যার জেরে কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ৷ ধুন্ধুমার মিন্টো পার্ক এলাকায়৷ পুলিশের মারে জখম হয়েছেন বেশ কয়েকজন কম্পিউটার শিক্ষক-শিক্ষিকা৷ ভোটের মুখে বেতন বৃদ্ধির দাবিতে রাজপথে নামেন কম্পিউটার শিক্ষকদের একাংশ৷ বেতন বৃদ্ধির দাবিতে কম্পিউটার শিক্ষকরা অবস্থানে বসেছিলেন৷ শিক্ষকদের সায়েস্তা করতে বেধড়ক লাঠি চার্জ করে পুলিশ৷ মহিলাদের নির্বিচারে লাঠিচার্জ করা হয়৷ গোটা ঘটনায় মিন্টো

592fff9ffdf1247b28d166b5c23e14c1

রাস্তায় ফেলে শিক্ষকদের পেটাল মমতার পুলিশ, ধুন্ধুমার

কলকাতা: বেতন নিয়ে সমস্যার জেরে কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ৷ ধুন্ধুমার মিন্টো পার্ক এলাকায়৷ পুলিশের মারে জখম হয়েছেন বেশ কয়েকজন কম্পিউটার শিক্ষক-শিক্ষিকা৷

ভোটের মুখে বেতন বৃদ্ধির দাবিতে রাজপথে নামেন কম্পিউটার শিক্ষকদের একাংশ৷ বেতন বৃদ্ধির দাবিতে কম্পিউটার শিক্ষকরা অবস্থানে বসেছিলেন৷ শিক্ষকদের সায়েস্তা করতে বেধড়ক লাঠি চার্জ করে পুলিশ৷ মহিলাদের নির্বিচারে লাঠিচার্জ করা হয়৷ গোটা ঘটনায় মিন্টো পার্ক চত্বরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ কম্পিউটার শিক্ষক-পুলিশ তুমুল ধস্তাধস্তিতে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে গোটা এলাকায়৷ ভোটের মুখে রাজপথে শিক্ষকদের ফেলে এভাবে পুলিশি তাণ্ডবের ঘটনায় রাজ্যজুড়ে তীব্র সমালোচনা তৈরি হয়েছে৷

সরকার ও সরকার নিয়ন্ত্রিত স্কুলে কম্পিউটার শিক্ষকদের অভিযোগ, যে বেতন পাওয়ার কথা তাঁদের, কিন্তু তার থেকে কম বেতন দেওয়া হয়৷ মাসে ১২০০০ হাজার টাকার বদলে এখন মিলছে মাত্র ৪৬০০ টাকা৷ ফলে, তাঁদের সংসার চালাতে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে৷ ইউএন ব্রহ্মচারী রোডে আইএলঅ্যান্ডএফএস অফিসের সামনে এগিন বিক্ষোভ দেখান শিক্ষকদের একাংশ৷ অবস্থান তুলতে বললে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে৷ বেপরোয়া চাঠিচার্জ করে পুলিশ৷ মহিলাদের মারধর করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *