নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য আসছে দারুণ খবর৷ সরকারি কর্মীদের অবসরের বয়সসীমা ও পেনশন বৃদ্ধি নিয়ে আলোচনা চালাচ্ছে কেন্দ্র৷ প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা সমিতির পক্ষ থেকে ইতিমধ্যেই ইউনিভার্সাল পেনশন সিস্টেমের প্রস্তাব পাঠানো হয়েছে৷ সেই প্রস্তাবের অন্যতম বিষয় হল কর্মীদের অবসরের বয়স বৃদ্ধি৷ সেইসঙ্গে প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা সমিতি ইউনিভার্সাল পেনশনের বিষয়টি কার্যকর করার কথাও উল্লেখ করেছে৷
আরও পড়ুন- SLST নিয়োগ দুর্নীতিতে CBI তদন্তকে চ্যালেঞ্জ, SSC-র আবেদন খারিজ ডিভিশন বেঞ্চে
এই কমিটির প্রস্তাব অনুয়ায়ী, প্রতিটি অবসরপ্রাপ্ত কর্মীদের পেনসন বৃদ্ধির পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্য সুরক্ষিত আর্থিক ব্যবস্থার দিকেও নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে৷ রিপোর্টে আরও বলা হয়েছে, কর্মীদের অবসরের বয়স বাড়ানোর জন্য যাতে সামাজিক চাপ না বাড়ে, সেই দিকেও বিশেষ খেয়াল রাখতে হবে৷ ৫০ বছরের উপরে যাঁদের বয়স তাঁদের যাতে দক্ষতা বৃদ্ধি করতে পারে সেই দিকেও নজর দিতে হবে৷ রিপোর্টে আরও বলা হয়েছে, কেন্দ্র ও রাজ্যকে যৌথভাবে এমন নীতির গঠন করতে হবে যাতে পদ্ধতিগত বা কৌশলগত উন্নতি হয়ে থাকে৷
এই প্রয়াসে অসংগঠিত ক্ষেত্রের কর্মী, বা যাঁরা দূরে বা ভিন রাজ্যে কর্মরত, উদ্বাস্তু ও অন্যান্যরা যাঁদের ট্রেনিং নেওয়ার জন্য কোনও অবস্থা নেই, তাঁদের প্রশিক্ষণ দিতে হবে৷ ওয়ার্ল্ড পপুলেশন প্রসস্পেকটার্স ২০১৯ অনুযায়ী ২০৫০ পর্যন্ত ভারতে প্রবীণ নাগরিকের সংখ্যা ৩২ কোটি ছাড়িয়ে যাবে৷ সেই দিকটি বিবেচনা করে বিশেষ পরামর্শও দেওয়া হয়েছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>