কলকাতা: চলছে বামেদের ডাকা বনধ৷ নাগরিক আইন বাতিল-সহ গুচ্ছ দাবিতে আজ বনধ পালন করছে বামপন্থী সংগঠন৷ কিন্তু এই নাগরিক আইনের বাতিলের দাবিতে ডাকা বনধ রুখতে আগেই কড়া অবস্থান জানিয়েছিল রাজ্য সরকার৷ বিজ্ঞপ্তি দিয়ে সরকারি কর্মচারীদের দপ্তরে হাজিরা বাধ্যতামূলক করা হয়েছিল৷ সরকারি নির্দেশ পর আজ সকাল-সকালই দপ্তরে হাজির হয়ে গিয়েছিলেন রাজ্য সরকারি কর্মীচারীদের একাংশ৷ আর তারই উপহারস্বরুপ দুপুরে খাওয়া-দাওয়ার আয়োজন হল সরকারি দপ্তরের মধ্যেই৷
জানা গিয়েছে, আজ খাদ্য ভবনে কর্মরত কর্মচারীদের জন্য খিচুড়ি, পাঁচমিশালি সবজি ও ডিমের কারি-সহ দুপুরের মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়৷ দপ্তরের মধ্যেই চেয়ার-টেবিলে থালা-গ্লাস নিয়ে খেতে বসে পড়েন সরকারি কর্মচারীদের একাংশ৷ গরম-গরম খিচুড়ি চেখে দেখেন কর্মীরা৷
কিন্তু, হঠাৎ কেন এই ব্যবস্থা? সরকারি কর্মচারীদের নেতৃত্বের একাংশের দাবি, মা-মাটি-মানুষের সরকার কর্মচারীদের জন্য সব সময় মানবিক৷ আর সেই কারণে আজ বনধ উপেক্ষা করে যাঁরা দপ্তরে হাজির হয়েছেন তাঁদের সমস্যার কথা ভেবেই দুপুরে খাওয়া-দাওয়ার বন্দোবস্ত করা হয়েছে৷ যদিও এই বন্দোবস্তকে পিকনিক বলতে নারাজ নেতৃত্ব৷
কিন্তু সরকারি দপ্তরের টেবিল-চেয়ার ব্যবহার করে কেন খাওয়া-দাওয়ার আয়োজন? এই প্রসঙ্গে মুখ খুলতে চাননি কর্মচারী সংগঠনের নেতাকর্মীরা৷ তাঁদের দাবি, যেহেতু বনধের কারণে আজ সরকারি কর্মচারীদের অনেক সকালে রওনা হতে হয়েছে, সেই কারণে কর্মচারীদের সমস্যার কথা ভেবে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছে মাত্র৷