কলকাতা: দেখা নেই মহার্ঘ ভাতা৷ বাড়ছে না বেতন৷ এখনও ঝুলে বেতন কমিশনের ভবিষ্যৎ৷ বেতন কমিশনের মেয়াদ ইতিমধ্যেই সাত মাস বাড়ানো হয়েছে৷ আর তার জেরে দীর্ঘ হচ্ছে বেতন বঞ্চনার ক্ষোভ৷ বেতন কমিশন কার্যকর করার দাবিতে ইতিমধ্যেই বিধানসভার সবর হয়েছেন বিরোধীরা৷ দীর্ঘদিন ধরে বেতন অসন্তোষ প্রভাব পড়েছে ইভিএমে৷ ভোট গণনায় দেখা গিয়েছে, ব্যাটল পেপারে বিজেপির দখলে গিয়েছে অন্তত ৩৪টি আসন৷ নির্বাচন কমিশনের তথ্য দেখে মাথায় হাত শাসক শিবিরের৷ এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য সরকারি কর্মচারীদের অসন্তোষ কিছুটা মেটাতে বড়সড় ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
আজ কি মহার্ঘ ভাতা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? ষষ্ঠ বেতন কমিশনের নিয়ে মুখ খুলবেন মুখ্যমন্ত্রী? এই নিয়েই শুরু হয়েছে জলঘোলা৷ কেননা আজ সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখান থেকেই বেশ কিছু ভালো খবর দেওয়ার আশায় বুক বেঁধেছেন সরকারি কর্মচারীদের একাংশ৷
গত বছর মুখ্যমন্ত্রী পুজোর আগে ১৮ শতাংশ বৃদ্ধির কথা জানিয়েছিলেন৷ এবার সেই বৃদ্ধির হার প্রায় ২৫ শতাংশ করতে পারেন বলে তৃণমূল প্রভাবিত সরকারি কর্মচারী সংগঠন সূত্রে জানা গিয়েছে৷ এছাড়াও ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ কার্যকর করা নিয়েও মুখ খুলতে পারেন মুখ্যমন্ত্রী৷ কেননা এই নিয়ে তীব্র অসন্তোষ রয়েছে সরকারি কর্মচারীদের মধ্যে৷ এছাড়াও রয়েছে বিভিন্ন দাবি-দাওয়া৷
স্যাটের রায় ঘোষণা হওয়ার পর প্রায় এক মাস পেরিয়ে গেলেও রাজ্য সরকারের তরফে কোনও উদ্যোগ না নেওয়ায় ইতিমধ্যেই প্রশ্নের মুখে রাজ্যের ভূমিকা৷ ফলে সমস্ত দিক বিবেচনা করে আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কী ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী, সেদিকে তাকিয়ে রয়েছে রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারী৷