স্থায়ীকরণ চেয়ে মন্ত্রী-বিধায়কের হাতে স্মারকলিপি পার্ট টাইম শিক্ষকদের!

স্থায়ীকরণ চেয়ে মন্ত্রী-বিধায়কের হাতে স্মারকলিপি পার্ট টাইম শিক্ষকদের!

6ecb234bac771ac9e270fc1d2448e047

কলকাতা:  কলেজের পার্ট টাইম শিক্ষক-শিক্ষিকাদের ইতিমধ্যেই ৬০ বছর পর্যন্ত স্থায়ীকরণ করা হয়েছে৷ একইভাবে স্কুলের পার্ট টাইম শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদেরও ৬০ বছর বয়স পর্যন্ত স্থায়ীকরণ করা হোক৷ এই দাবি জানিয়ে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র শিল্প দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার হাতে একটি দাবিপত্র ও স্মারকলিপি তুলে দিলন পার্ট টাইম স্কুল টিচার্স এন্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন৷ 

আরও পড়ুন- অবিলম্বে ট্রান্সফার প্রক্রিয়া চালুর দাবিতে শিক্ষামন্ত্রীকে দাবিপত্র পাঠাল শিক্ষক সংগঠন

শনিবার পার্ট টাইম স্কুল টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে সম্বর্ধনাও জানানো হয়। এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন সংগঠনের বীরভূম জেলা কমিটির সভানেত্রী ইন্দুমতী ঘোষ, জেলা কমিটির অন্যান্য সদস্য গোপীকান্ত হাজরা, কৃষ্ণা ঘোষ, স্বর্ণশ্রী চৌধুরী,নন্দিনী ঘোষ ও অন্যান্য শিক্ষক শিক্ষিকারা৷ সকলের উপস্থিতিতেই এই স্মারকলিপি দেওয়া হয়।

সংগঠনের তরফে জানানো হয়েছে, চন্দ্রনাথ সিনহা সংবর্ধনা ও স্মারকলিপি দুই-ই গ্রহণ করেছেন এবং তাঁদের স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করে দেখা হবে বলেও কথা দিয়েছেন৷ এ বিষয়ে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস তাঁর৷

অন্যদিকে পার্ট টাইম স্কুল টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, পশ্চিমবঙ্গের পক্ষ থেকে ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক ও দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শওকত মোল্লাকেও সম্বর্ধনা প্রদান করা হয়৷ তাঁর কাছেও একই ভাবে স্থায়ীকরণের দাবি তোলেন স্কুলের পার্ট টাইম শিক্ষকরা৷ এই মর্মে দাবিপত্র ও স্মারকলিপিও বিধায়কের হাতে তুলে দেন তাঁরা৷ 

আরও পড়ুন- রাষ্ট্রীয় ইন্ডিয়া মিলিটারি কলেজে একাধিক শূন্যপদে নিয়োগ

আজ সংগঠনের রাজ্য কমিটি ও দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে সম্বর্ধনা ও বিদ্যালয়ের পার্টটাইম শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের স্থায়ীকরণের জন্য দাবিপত্র স্মারকলিপি প্রদান করা হয়। এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন সংগঠনের রাজ্য যুগ্ম সম্পাদক  সৌমেন মন্ডল৷ ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির সদস্য নির্মলেন্দু হালদার, প্রদীপ কয়াল, হাবিবুল্লা নস্কর সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা৷ সকলের উপস্থিতিতেই স্মারকলিপি প্রদান করা হয়। তাঁদের স্থায়ীকরণের আশ্বাস দিয়েছেন শওকত মোল্লাও৷ 
            

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *