মুখে অক্সিজেন, তবুও জারি ২৭ দিনের অনশন

কলকাতা: অনশনের ২৭ দিনের মাথায় গুরুতর অসুস্থ হয়ে পড়লেন আরও এক এসএসসি চাকরি প্রার্থী৷ মুখে অক্সিজেন মাক্স পড়িয়ে রাখা হয়েছে তাঁকে৷ সোমবার ওপরতলার নির্দেশে পুলিশ এসে অনশনকারীদের মাথার ওপর থেকে খুলে নেয় পলিথিন টুকুও। শাষক দল ভেবেছিল এরপর হয়তো অনশন মঞ্চ ছেড়ে একের পর এক ফিরে যাবে বাড়িতে কিন্তু বাস্তবে হলো ঠিক তার উলটোটা। রাজ্য

মুখে অক্সিজেন, তবুও জারি ২৭ দিনের অনশন

কলকাতা​: অনশনের ২৭ দিনের মাথায় গুরুতর অসুস্থ হয়ে পড়লেন আরও এক এসএসসি চাকরি প্রার্থী৷ মুখে অক্সিজেন মাক্স পড়িয়ে রাখা হয়েছে তাঁকে৷

সোমবার ওপরতলার নির্দেশে পুলিশ এসে অনশনকারীদের মাথার ওপর থেকে খুলে নেয় পলিথিন টুকুও। শাষক দল ভেবেছিল এরপর হয়তো অনশন মঞ্চ ছেড়ে একের পর এক ফিরে যাবে বাড়িতে কিন্তু বাস্তবে হলো ঠিক তার উলটোটা। রাজ্য সরকারের এই অভিসন্ধিকে হার মানিয়ে আন্দোলন জারি রাখলেন প্রায় ৪০০ জন আন্দোলনকারী। স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগের দাবিতে অনড় থেকে লড়াই চালিয়ে যেতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন আরও এক আন্দোলনকারী। গুরুতর অসুস্থ এই চাকরি প্রার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই নিয়ে মোট ৮৭ জন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *