রাতারাতি কমল বাড়ি ভাড়া ভাতা, মুখ্যমন্ত্রীকে চিঠি ক্ষুব্ধ সরকারি কর্মীদের

রাতারাতি কমল বাড়ি ভাড়া ভাতা, মুখ্যমন্ত্রীকে চিঠি ক্ষুব্ধ সরকারি কর্মীদের

কলকাতা:  ছ’মাসের বেতন কমিশন চালু হতে লেগে গিয়েছে ৫০ মাস৷ নতুন বছর থেকে কার্যকর হয়েছে ষষ্ঠ বেতন কমিশন৷ নতুন বছর থেকে বর্ধিত হারে বেতন মিললেও কর্মীদের অভিযোগ, বাড়িভাড়া বাবদ ভাতা রাতারাতি  অন্তত ৩ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে৷ কেন হঠাৎ কমানো হল বাড়িভাড়া ভাতা? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়ে এবার চিঠি রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের৷

ষষ্ঠ বেতন কমিশন রাগু হওয়ায় নতুন বছর থেকে বর্ধিত বেতন পাচ্ছেন কর্মচারীরা৷ কিন্তু, প্রথম মাসের নয়া বর্ধিত বেতনের পে স্লিপ মহার্ঘ ভাতার কোনও উল্লেখ না দেখে চকমে ওঠেন কর্মচারীদের একাংশ৷ আদালতে ঝুলে বকেয়া মহার্ঘ ভাতা মামলা৷ মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, বকেয়া ১৭ শতাংশ মহার্ঘ ভাতা দিতে আরও লাগবে৷ মহার্ঘ ভাতা নিয়ে কর্মচারী মহলে ক্ষোভ বিক্ষোভ থাকলেও নতুন করে তৈরি হয়েছে বিতর্ক৷

রাজ্য সরকারি কর্মচারীদের অভিযোগ, বাড়িভাড়া বাবদ ১৫ শতাংশ ভাতা দেওয়ার কথা থাকলেও তা কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে৷ অর্থাৎ বাড়িভাড়া বাবদ ভাতা কমেছে ৩ শতাংশ৷ রাতারাতি বাড়িভাড়া বাবদ ভাতা কমায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে কর্মচারী মহলে৷ সমস্যা মেটাতে মুখ্যমন্ত্রীর হ্স্তক্ষেপ দাবি করে চিঠি দিচ্ছে সর্বভারতীয় রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন৷ কেন রাজ্য সরকারি কর্মচারীদের  বাড়িভাড়া বাবদ ভাতা কমানো হল, কেন কর্মীরা মহার্ঘ ভাতা নিয়ে অন্ধকারে? তা জানতে চাওয়া হয়েছে৷ অবিলম্বে সমস্যা সমাধানের দাবিও জানানো হয়েছে ফেডারেশনের তরফে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 3 =