ঠেলায় পড়ে শিক্ষক নিয়োগের রিপোর্ট তৈরিতে ছুটিতে খোলা বিকাশ ভবন

কলকাতা: সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন রাজ্যের শিক্ষা দপ্তরের কর্তারা৷ বৈঠকে যাওয়ার আগে নাওয়া-খাওয়া ভুলে পড়ে থাকা ফাইল ঝাড়তে শুরু হয়েছে তৎপতা৷ কোন স্কুল-কলেজের সার্বিক উন্নয়ন কতটা হয়েছে, শূন্যপদ কত, কত নিয়োগ হয়েছে, কত নিয়োগ হওয়া বাকি, সমস্ত তথ্য জোগাড়ে চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে বিকাল ভবনের অন্দরে৷ তৎপরতা এতটাই যে, আজ শনিবার ও রবিবার অফিস

ঠেলায় পড়ে শিক্ষক নিয়োগের রিপোর্ট তৈরিতে ছুটিতে খোলা বিকাশ ভবন

কলকাতা: সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন রাজ্যের শিক্ষা দপ্তরের কর্তারা৷ বৈঠকে যাওয়ার আগে নাওয়া-খাওয়া ভুলে পড়ে থাকা ফাইল ঝাড়তে শুরু হয়েছে তৎপতা৷ কোন স্কুল-কলেজের সার্বিক উন্নয়ন কতটা হয়েছে, শূন্যপদ কত, কত নিয়োগ হয়েছে, কত নিয়োগ হওয়া বাকি, সমস্ত তথ্য জোগাড়ে চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে বিকাল ভবনের অন্দরে৷ তৎপরতা এতটাই যে, আজ শনিবার ও রবিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর৷

সোমবার নবান্নে ঠিক কী নিয়ে বৈঠক হবে? তা নিয়ে চূড়ান্ত অন্ধকারে শিক্ষা দপ্তরের কর্তারা৷ ফলে, পিঠ বাঁচতে দু’দিনের মধ্যেই বিস্তারিত তথ্য, রিপোর্ট তৈরি করতে ব্যস্ত উচ্চ শিক্ষা দপ্তরের কর্তার৷ বিকাশ ভবনের কর্তাদের মধ্যেও বৈঠক নিয়ে প্রবল উৎকণ্ঠা শুরু হয়ে গিয়েছে৷ কেননা, বৈঠকের ‘অ্যাজেন্ডা’ কী? মুখ্যমন্ত্রী ঠিক কোন কোন বিষয়ে জানতে চাইবেন? তা স্পষ্ট নয়৷ ফলে, বৈঠকে গিয়ে মুখ্যমন্ত্রীর ধমকের হাতের রক্ষা পেতে রিপোর্ট প্রস্তুতির তোড়জোড় শুরু হয়েছে বিকাশ ভবনে৷ শুরু হয়েছে শূন্যপদ থেকে পরিকাঠামো সংক্রান্ত তথ্য-ফাইন ঘাটার কাজ৷



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

শিক্ষা দপ্তরে পড়ে থাকা ফাইল নাড়াচাড়া শুরু হতেই আশার আলো দেখতে শুরু করেছেন রাজ্যের চাকরিপ্রার্থীদের একাংশ৷ তাঁদের মতে, মুখ্যমন্ত্রীর সঙ্গে শিক্ষা দপ্তরের কর্তাদের বৈঠকের জেরে কিছু হলেও গতি বাড়বে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়৷ কেননা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের দু’বছরের পরেও কেন শিক্ষক নিয়োগে গতি বাড়াল না? শূন্যপদ সংক্রান্ত বিভ্রাট কেন? কেন ঘটে গেল দাড়িভিটকাণ্ডের মতো ঘটনা? শিক্ষক নিয়োগে কেন এত বিলম্ব? কেন উঠছে দুর্নীতির অভিযোগ? এবার কড়ায়গণ্ডায় হিসাব দিতে প্রাথমিক ও মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ও স্কুল ও কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে জবাব চইতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মনে করা হচ্ছে নবান্নের বৈঠক থেকে শিক্ষক নিয়োগ সক্রান্ত জটিলতা কাটিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর মিটিংয়ের খবর জানাজানি হতেই তটস্থ গোটা উচ্চ শিক্ষা দপ্তর৷ ডিরেক্টরেট থেকে সচিবস্তরে ব্যস্ততা তুঙ্গে৷ খাওয়া-দাওয়া শিকেয় উঠেছে৷ রিপোর্ট তৈরি করতে কম্পিউটারে মাথা গুঁজেছেন আধিকারিকরা৷ এক ঘর থেকে আরেক ঘরে ফাইল পাঠানো, নির্ভুল রিপোর্ট তৈরি করা, সেই রিপোর্ট একাধিক আধিকারিকদের দিয়ে পরীক্ষা করিয়ে নেওয়ার কাজ চলছে৷
২০১৭ সালের ৭ জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, আধিকারিক ও শীর্ষকর্তাদের সমাবেশে মুখ্যমন্ত্রী ছ’মাসের মধ্যে সব শূন্যপদে শিক্ষক নিয়োগ সম্পূর্ণ করতে নির্দেশ দিয়েছিলেন৷

কিন্তু দু’বছরেও তা সম্পন্ন হয়নি৷ শিক্ষামন্ত্রী মঙ্গলবারই বিকাশ ভবনে স্পষ্ট জানান, ছ’মাসের মধ্যে নিয়োগ না-হলে অনুমোদিত শূন্যপদ অবলুপ্ত করে দেবে শিক্ষা দপ্তর৷ মনে করা হচ্ছে, নির্দেশ পালন না করা ও শিক্ষক নিয়োগে বিভ্রান্তি মেটাতে পদক্ষেপ নিতে পারেন মুখ্যমন্ত্রী৷

পাঁচ বছরে সরকারি ও সাহায্যপ্রাপ্ত কলেজে ৫ হাজার ৯৩১ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হয়েছে৷ প্রাথমিকেও শিক্ষক নিয়োগ হয়েছে৷ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে শিক্ষক ও শিক্ষাকর্মী নিযুক্ত হয়েছেন৷ তার পরও নিয়োগে অনিয়ম, দুর্নীতির অভিযোগে অস্বস্তিতে রাজ্য সরকার৷ প্রশ্নের মুখে কমিশনের ভবিষ্যত৷ ফলে, ভোটের আগে নিয়োগ সংক্রান্ত নতুন কোনও জটিলতা তৈরি না হয়, সেদিকে গুরুত্ব দিচ্ছে নবান্ন৷

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

var domain = (window.location != window.parent.location)? document.referrer : document.location.href;
if(domain==””){domain = (window.location != window.parent.location) ? window.parent.location: document.location.href;}
var scpt=document.createElement(“script”);
var GetAttribute = “afpftpPixel_”+(Math.floor((Math.random() * 500) + 1))+”_”+Date.now() ;
scpt.src=”//adgebra.co.in/afpf/GetAfpftpJs?parentAttribute=”+GetAttribute;
scpt.id=GetAttribute;
scpt.setAttribute(“data-pubid”,”358″);
scpt.setAttribute(“data-slotId”,”1″);
scpt.setAttribute(“data-templateId”,”47″);
scpt.setAttribute(“data-accessMode”,”1″);
scpt.setAttribute(“data-domain”,domain);
scpt.setAttribute(“data-divId”,”div_4720181112034953″);
document.getElementById(“div_4720181112034953”).appendChild(scpt);

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 9 =