ওএনজিসিতে চলছে ট্রেনি নিয়োগ

ওএনজিসিতে চলছে ট্রেনি নিয়োগ

নয়াদিল্লি: সম্প্রতি অয়েল এবং ন্যাচরাল গ্যাস কর্পোরেশন লিমিটেড, সংক্ষেপে ওএনজিসিতে গ্র্যাজুয়েট ট্রেনি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২০ সালের গেট উত্তীর্ণরা ইঞ্জিনিয়ারিং এবং জিও-সায়েন্স ডিসিপ্লিনে আবেদন করতে পারেন। বিস্তারিত জানতে প্রার্থীদের ওএনজিসির অফিসিয়াল ওয়েবসাইট www.ongcindia.com এ গিয়ে খোঁজ নিতে হবে। ২২ সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ দিন ১২ অক্টোবর ২০২১। 
 

শূন্যপদ
৩১৩টি শূন্যপদ পদ রয়েছে।

 

আবেদন ফি
জেনারেল/ওবিসি/অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির প্রার্থীদের আবেদন ফি বাবদ ৩০০ টাকা দিতে হবে।

 

আবেদন পদ্ধতি
প্রার্থীদের ওএনজিসির অফিসিয়াল ওয়েবসাইট www.ongcindia.com এ গিয়ে ক্যারিয়ার ট্যাবের অন্তর্গত ‘Recruitment of GTs in Engineering & Geoscience disciplines through GATE 2020 score’ লিঙ্কে ক্লিক করতে হবে। এবার নিউ অ্যাপ্লিকেন্ট অপশনে ক্লিক করে গেট ২০২০ সালের রেজিস্ট্রেশন নম্বর এবং মেইল আইডি দিতে হবে। এরপর ছবি ও সিগনেচার দিয়ে আবেদন ফি সহ আবেদনপত্রটি জমা করতে হবে। ভবিষ্যতের কথা মাথায়া রেখে প্রার্থীরা ফর্মের একটি কপি ডাউনলোড করে তার প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 13 =