আজ বিকেল: শিক্ষা মান উন্নয়নের কারণ দেখিয়ে ৩৩ জন পার্শ্বশিক্ষককে বদলির নির্দেশ দিলেন জলপাইগুড়ি জেলার DPO৷ অভিযোগ, বদলির নির্দেশ পাওয়া পার্শ্বশিক্ষকদের বাড়ি থেকে ১০ থেকে ২০ কিলোমিটার দূরে তাঁদেরকে স্কুল নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে৷
চাকরি সংক্রান্ত খবর জানতে এখানে ক্লিক করুন
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অথচ, যাঁদের প্রয়োজন তাঁরা বারংবার আবেদন করেও বদলি পাচ্ছেন না বলে অভিযোগ পার্শ্বশিক্ষকদের একাংশের৷ ‘অনৈতিক’ এই বদলির প্রতিবাদে পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের তরফে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে৷ বদলির এই নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়ে আগামী সোমবার ডিপিও অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছে পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চ৷
শিক্ষা সংক্রান্ত খবর জানতে এখানে ক্লিক করুন
সংগঠনের রাজ্য আহবায়ক ভগীরথ ঘোষ বলেন, ‘‘এ ধরনের স্বেচ্ছাচারিতা মেনে নেওয়া যাবে না৷ যাঁদের প্রয়োজন, তাঁদের বাদ দিয়ে, নিয়ম-নীতি উপেক্ষা করে বদলি করা হয়েছে৷ এই নির্দেশ রদ করতেই হবে৷ না হলে আমরা রাজ্যজুড়ে প্রতিবাদ জানাব৷ পার্শ্ব শিক্ষকদের নিয়োগ হয়েছিল স্থানীয় স্কুলের ভিত্তিতে৷ ঘরভাড়া সংক্রান্ত ভাতা দেওয়া হয় না আমাদের৷ দেওয়া হয় না কোনও টিএ৷ তাহলে কেন এই বদলির? বদলি যদি করতে হয় তাহলে সার্বিক আইন এনে বদলি করা হোক৷’’