একই দিনে ২টি নিয়োগ পরীক্ষা রাজ্যের, মাথায় হাত চাকরিপ্রার্থীদের

কলকাতা: রাজ্যে বেকার সমস্যা সমাধানে একাধিক সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে৷ কিন্তু একইদিনে দুটি পৃথক পরীক্ষা হচ্ছে৷ সেক্ষেত্রে হয়রানির শিকার হচ্ছেন চাকরিপ্রার্থীরা৷ এরই প্রতিবাদে সরকারের দ্বারস্থ হতে চলেছে পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চ৷ তাদের অভিযোগ, রাজ্য সরকারের কমিশনগুলির মধ্যে কোন সমন্বয় নেই৷ পাশাপাশি পাবলিক সার্ভিস কিমিশন (পিএসসি), স্কুল সার্ভিস কমিশন (এসএসসি), স্টাফ সিলেকশন কমিশন(এসএসি)-এর মাধ্যমে রাজ্য

একই দিনে ২টি নিয়োগ পরীক্ষা রাজ্যের, মাথায় হাত চাকরিপ্রার্থীদের

কলকাতা: রাজ্যে বেকার সমস্যা সমাধানে একাধিক সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে৷ কিন্তু একইদিনে দুটি পৃথক পরীক্ষা হচ্ছে৷ সেক্ষেত্রে হয়রানির শিকার হচ্ছেন চাকরিপ্রার্থীরা৷ এরই প্রতিবাদে সরকারের দ্বারস্থ হতে চলেছে পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চ৷

তাদের অভিযোগ, রাজ্য সরকারের কমিশনগুলির মধ্যে কোন সমন্বয় নেই৷ পাশাপাশি পাবলিক সার্ভিস কিমিশন (পিএসসি), স্কুল সার্ভিস কমিশন (এসএসসি), স্টাফ সিলেকশন কমিশন(এসএসি)-এর মাধ্যমে রাজ্য সরকারি কর্মী নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা ও অস্বচ্ছতা চলছে৷

যেমন, আগামী ২২ ডিসেম্বর ২০১৯ পিএসসি, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার নিয়োগের পরীক্ষা দিন ঘোষণা করেছে৷ একইসঙ্গে ওইদিনই পশ্চিম বঙ্গ কাউন্সিল অব সেকেন্ডারি এডুকেশনও তার লোয়ারর ডিভিশন ক্লার্ক নিয়োগের পরীক্ষার দিন ঘোষণা করছে৷ একই দিনে দুটি পরীক্ষা হওয়ার কারনে অসুবিধা পড়েছেন বহু পরীক্ষার্থী৷

মঞ্চের আরও অভিযোগ, পরীক্ষার্থীদের প্রতিটি পরীক্ষার ফি দিতে হয়৷ সেক্ষেত্রে যেকোনো একটি পরীক্ষায় বসতে না পারলে তাদের আর্থিক ক্ষতিও হচ্ছে৷ পরীক্ষার্থীরা যাতে ২টো পরীক্ষাতেই বসতে পারেন তার ব্যাবস্থা করতে হবে বলে দাবি জানিয়েছে তারা৷ রাজ্য সরকারের এরই দুটি কমিশনের মধ্যে এই সমন্বয়ের অভাবে সাধারণ শিক্ষিত বেকারদের যাতে হয়রানির শিকার না হতে হয় সে বিষয়ে অবিলম্বে সরকারকে উদ্যোগ গ্রহন কারার অনুরোধ জানাবে পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 8 =