আদালতের নির্দেশে প্রাথমিকে নতুন শিক্ষক নিয়োগে সুযোগ পাবেন পুরনোরাও

আদালতের নির্দেশে প্রাথমিকে নতুন শিক্ষক নিয়োগে সুযোগ পাবেন পুরনোরাও

কলকাতা: প্রাথমিকে শিক্ষক নিয়োগের আগে যাচাই করা হবে টেট উত্তীর্ণ প্রার্থীদের নথি৷ সেই মতো তাঁদের অনলাইনে নথি জমা দিতে বলেছে রাজ্য সরকার৷ এই নিয়োগে নথি জমা দেওয়ার সুযোগ দিতে হবে হাইকোর্টে মামলাকারী ১৪ জন প্রার্থীকেও৷ শুক্রবার এমনটাই জানালেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য৷ 

আরও পড়ুন- ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারতীয় বায়ুসেনায় নিয়োগ প্রক্রিয়া, চলছে অনলাইন আবেদন

এদিন রায় ঘোষণার সময় তিনি বলেন, এখনও মামলার চূড়ান্ত শুনানি হয়নি৷ তবে মামলাকারীদের আবেদনের গুরুত্ব বিচার করেই এই নির্দেশ দেওয়া হচ্ছে৷  তিনি আরও বলেন, কোনও টেকনিক্যাল সমস্যার জন্য যদি এই সকল প্রার্থীদের নথি জমা দিতে অসুবিধা হয়, তাহলে হাতে হাতে তাদের নথি জমা নেওয়ার বন্দোবস্ত করতে হবে৷ প্রসঙ্গত, এই সংক্রান্ত মামলার মূল শুনানি হবে আগামী ৪ ডিসেম্বর৷ 

গত ২৩ নভেম্বর রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়৷ সেখানে বলা হয়, নিয়োগের আগে টেট উত্তীর্ণ প্রার্থীদের সমস্ত নথি অনলাইনে জমা দিতে হবে৷ ফলে নতুন করে শিক্ষক নিয়োগ হচ্ছে ধরে নিয়ে আদালতের দ্বারস্থ হন ১৪ জন প্রার্থী৷ ২০১৪ সালে ভুল প্রশ্নের ফাঁদে পড়ে চাকরি পাননি তাঁরা৷ এই ১৪ জনের দাবি, এর আগে আদালত নিয়োগের নির্দেশ দিলেও তাঁরা এখনও চাকরি পাননি৷ রাজ্য সরকারের তরফে নতুন যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানেও টেট শংসাপত্র-সহ কোনও নথি অনলাইনে জমা দেওয়ার জন্য তাঁদের সামনে সুযোগ থাকছে না৷  এক কথায় দেওয়ালে পিঠ ঠেকেছিল তাঁদের৷ এই অবস্থায় আদালতের রায়ে কিছুটা স্বস্তিতে মামলাকারীরা৷ 

আরও পড়ুন- একাধিক শূন্যপদে প্রার্থী নিচ্ছে কানাড়া ব্যাঙ্ক, শুরু আবেদন প্রক্রিয়া

রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুসারে এটিকে নিয়োগের পূর্ব ধাপ হিসাবেই ধরা হচ্ছে৷ তবে প্রাথমিক শিক্ষা সংসদের আইনজীবীর দাবি, এটা নিয়োগ সংক্রান্ত কোনও বিষয় নয়৷ কেবলমাত্র টেট উত্তীর্ণ প্রার্থীদের নথি যাচাইয়ের জন্যই এই বিজ্ঞাপন৷ তবে তাঁর এই যুক্তি খারিজ করে দিয়েছে আদালত৷ মামলাকারী প্রার্থীদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় ও সুদীপ্ত দাশগুপ্তর পাল্টা দাবি, নিয়োগের আগেই নথি যাচাই করা হয়৷ সে জন্যই বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রাজ্য সরকার৷     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 8 =