৬টি শূন্যপদ জমা ৮ হাজার আবেদন, ডোম হতে চাইছে স্নাতক, স্নাতকোত্তর, ইঞ্জিনিয়াররা

৬টি শূন্যপদ জমা ৮ হাজার আবেদন, ডোম হতে চাইছে স্নাতক, স্নাতকোত্তর, ইঞ্জিনিয়াররা

কলকাতা:  এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতাল ডোম পদে নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল৷ শূন্য পদ মাত্র ৬৷ কিন্তু আবেদন জমা পড়ল প্রায় ৮ হাজার৷ আবেদনকারীদের মধ্যে ২ হাজারেরও বেশি স্নাতক৷ আছেন ৫০০-র কাছাকাছি স্নাতকোত্তর ডিগ্রিধারী৷ সর্বোপরী ডোম হতে চেয়ে আবেদন জানিয়েছেন ১০০ জন ইঞ্জিনিয়ারিং-য়ের ডিগ্রিধারী৷ মোট ৭৮৪ জনকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে৷ তাঁদের মধ্যে রয়েছেন ৮৪ জন মহিলা৷ 

আরও পড়ুন- ‘ধর্ম’ বিতর্কে মুখ খুললেন উচ্চমাধ্যমিকে ‘প্রথম’ রুমানার! পাল্টা যুক্তি সংসদ প্রধানের

ফরেন্সিক মেডিসিন ও টক্সিকোলজি বিভাগে ডোম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে বিপাকে পড়েছেন এনআরএস মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ৷ মাত্র ৬ জন ডোম নিয়োগ করা হবে৷ এই পদে আবেদনপত্র জমা পড়েছে ৮ হাজারেরও বেশি৷ ন্যূনতম যোগ্যতার মান রাখা হয়েছিল অষ্টম শ্রেণি পাস৷ কিন্তু যাঁরা আবেদন করেছেন তাঁদের মধ্যে ২২০০ জনের মতো স্নাতক ডিগ্রিধারী৷ স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে প্রায় ৫০০ জনের৷ ইঞ্জিনিয়ারিং-এর ডিগ্রি নিয়েই ডোম হতে ইচ্ছুক প্রায় ১০০ জন৷ এত বিপুল আবেদনের চাপে অস্থির এনআরএস কতৃপক্ষ৷ বিস্তর ঝারাই বাছাইয়ের পর ৮,০০০ জনের মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে ৭৮৪ জনকে৷ ১ অগাস্ট সকলকে ইন্টারভিউতে ডাকা হয়েছে এনআরএস হাসপাতালে৷ ৭৮৪ জনের মধ্যে থেকে ৬ জনকে বেছে নেওয়া হবে৷ যাঁরা ডোম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বা আগে কোনও মর্গে কাজ করেছেন তাঁরা অগ্রাধিকার পাবেন বলে জানিয়ে দেওয়া হয়েছে৷ উচ্চ শিক্ষতরা আবেদন করলেও হাসপাতাল কর্তৃপক্ষের কিছুই করার নেই বলে জানানো হয়েছে৷ 

আরও পড়ুন- বিজেপির হিন্দুত্বকে নিয়ে বড়সড় প্রশ্ন তুললেন মদন মিত্র

কোভিড পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়৷ গত দেড় বছরে বহু মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন৷ অনেকের আবার কোভিড রিপোর্ট আসার আগেই মৃত্যু হয়েছে৷ মৃতদেহ ওয়ার্ড থেকে বার করে গাড়িতে তোলা বা শ্মশানে পৌঁছে দেওয়ার কাজ করে থাকেন ডোমরা৷ কিন্তু করোনা পরিস্থিতিতে ডোমের সংখ্যায় ঘাটতি দেখা গিয়েছিল৷ এর পরেই সরকারি হাসপাতালে ডোমের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =