এবার অস্থায়ী কর্মীদের পিএফ, ইএসআই পরিষেবা দেওয়ার উদ্যোগ

কলকাতা: স্বাস্থ্য বিভাগের অস্থায়ী কর্মীদের পিএফ, ইএসআই দেওয়ার ব্যবস্থা করবে কলকাতা পুরসভা। তবে তাঁদের মাসিক ভাতা ৫৭০০ টাকা থেকে বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পুরসভার হাতে নেই। তাই এ ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে তারা আলোচনা করবে। বৃহস্পতিবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে মেয়র ফিরহাদ হাকিম এই আশ্বাস দিয়েছেন। বামফ্রন্টের পুর-পরিষদীয় দলনেত্রী প্রশ্নোত্তর পর্বে বলেন, ভেক্টর কন্ট্রোলের

এবার অস্থায়ী কর্মীদের পিএফ, ইএসআই পরিষেবা দেওয়ার উদ্যোগ

কলকাতা: স্বাস্থ্য বিভাগের অস্থায়ী কর্মীদের পিএফ, ইএসআই দেওয়ার ব্যবস্থা করবে কলকাতা পুরসভা। তবে তাঁদের মাসিক ভাতা ৫৭০০ টাকা থেকে বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পুরসভার হাতে নেই। তাই এ ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে তারা আলোচনা করবে।

বৃহস্পতিবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে মেয়র ফিরহাদ হাকিম এই আশ্বাস দিয়েছেন। বামফ্রন্টের পুর-পরিষদীয় দলনেত্রী প্রশ্নোত্তর পর্বে বলেন, ভেক্টর কন্ট্রোলের মতো স্বাস্থ্য বিভাগের গুরুত্বপূর্ণ কাজে শতাধিক অস্থায়ী (ক্যাজুয়াল) কর্মী রয়েছেন। তাঁদের একাংশকে কুকুর ধরার মতো ঝুঁকিপূর্ণ কাজও করতে হয়। অথচ, মাত্র ৫৭০০ টাকা ভাতা ছাড়া তাঁদের আর কোনও সুরক্ষা নেই।

সুরেশ সাউ নামে এরকম একজন অস্থায়ী কর্মী কুকুরের কামড় খাওয়ার পর ঠিকঠাক চিকিৎসা না করাতে পেরে মারাও গিয়েছেন বলে দাবি করেন রত্নাদেবী। পুরসভার নিয়ম অনুযায়ী, অস্থায়ী বা চুক্তিভিত্তিক যে ক্যাটিগরির কর্মচারী হোন না কেন, পুরসভায় কাজ করলে পিএফ এবং ইএসআই-এর সুবিধা তাঁকে দিতেই হবে। বিষয়টি তিনি মহানাগরিকের নজরে আনেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =