অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের বিজ্ঞপ্তি রাজ্যের, কাজে সন্তুষ্ট হলেই সুযোগ!

নতুন বছরে গ্রাম পঞ্চায়েতে অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের সিদ্ধান্ত নিল রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷

কলকাতা: নতুন বছরে গ্রাম পঞ্চায়েতে অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের সিদ্ধান্ত নিল রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷

পঞ্চায়েত দপ্তরের বিশেষ সচিবের জারি করা বিজ্ঞপ্তি (নং ৯৬২১) দিয়ে জানানো হয়েছে, অস্থায়ী কর্মীদের গ্রাম পঞ্চায়েতে টানা দু’বছর কাজ করার পর এক বছর প্রবেশন হিসেবে থাকবেন৷ এই সময়কালের মধ্যে সংশ্লিষ্ট কর্মীর কাজে কর্তৃপক্ষ সন্তুষ্ট হলে, ওই কর্মী পরীক্ষার মাধ্যমে স্থায়ী হওয়ার সুযোগ পাবেন৷ আর যদি কোনও কর্মীর কাজে সন্তুষ্ট হতে না পারে কর্তৃপক্ষ, তাহলে আরও এক বছর তাঁকে প্রবেশনারি হিসাবে কাজ করতে হবে৷ দায়িত্ব নিয়ে কাজ করার পাশাপাশি কর্তৃপক্ষকে সন্তুষ্ট করতে পারলেই মিলবে পঞ্চায়েত দপ্তরের স্থায়ী কাজের সুবিধা৷

রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েতের সহায়িকা, নির্মাণসহ থেকে শুরু করে কৃষি সহায়ক সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হয়েছিল৷ বহু বছর ধরে ওই কর্মচারীরা অস্থায়ীভাবে কাজ করে চলেছেন৷ সম্প্রতি তৃণমূলের অন্তর থেকেই এই অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের বিষয়টি উঠতে থাকে৷

পঞ্চায়েত দপ্তরের খবর, রাজ্যে এই মুহূর্তে ৩২২৯টি গ্রাম পঞ্চায়েতে কিছু না হলেও ১৫ হাজার অস্থায়ী কর্মী রয়েছেন৷ বছরের পর বছর অস্থায়ী ভাবে জীবন অতিবাহিত করছেন তাঁরা৷ ফলে অবিলম্বে তাঁদের জন্য কিছু একটা সুখবর ব্যবস্থা করুক রাজ্য, এই নিয়ে ওঠে দাবি৷ ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে অস্থায়ী কর্মীদের চাকরির মেয়াদ ৬০ বছর পর্যন্ত নিশ্চিত করা হয়েছে৷ এবার তিন বছরের মধ্যে কর্মীদের স্থায়ীকরণের সুযোগ এনে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকা পঞ্চায়েত দপ্তর৷ নয়া এর সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন রাজ্যের অন্তত ১৫ হাজার অস্থায়ী কর্মচারী পরিবার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *