শিক্ষক, শিক্ষাকর্মীদের পৃথক ‘পেনশন রোপা’র বিজ্ঞপ্তি রাজ্যের, ক্ষোভ মেটাতে পদক্ষেপ?

শিক্ষক, শিক্ষাকর্মীদের পৃথক ‘পেনশন রোপা’র বিজ্ঞপ্তি রাজ্যের, ক্ষোভ মেটাতে পদক্ষেপ?

কলকাতা: প্রস্তাব অনুযায়ী শীঘ্রই কার্যকর হতে চলেছে সরকারি স্কুলগুলির শিক্ষক ও কর্মীদের পেনশন রোপা। রাজ্য সরকার স্বীকৃত ও পোষিত সমস্ত প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলির অবসর প্রাপ্ত কর্মীদের (অবসরপ্রাপ্ত শিক্ষক, অবসরপ্রাপ্ত অ-শিক্ষক কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মী) পেনশন রোপা ২০১৯ এর আওতায় পেনশন দেওয়ার বিষয়ে গত সোমবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য শিক্ষা দফতর৷

গত শুক্রবার একটি সংবাদপত্রে ফলাও করে ‘পৃথক রোপায় বেতন বাড়ছে রাজ্যের শিক্ষক-শিক্ষাকর্মীদের’ শীর্ষক একটি প্রতিবাদেন প্রকাশি হয়৷ যদিও ওই প্রতিবেদনটি ভুয়ো৷ ওই সংবাদপত্রের খবর নকল করে আরও একটি নিউজ পোর্টাল আরও একটি খবর প্রকাশ করে৷ জোড়া ভুয়ো খবরে শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে তীব্র বিভ্রান্তি তৈরি হয়৷ আদতে শিক্ষক ও শিক্ষাকর্মীদের পৃথক রোপ প্রকাশিত হয়েছিল গতবছর ডিসেম্বরে মাঝামাঝি সময়ে৷ সেই খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছিল আজ বিকেল ডট কম৷

গত সোমবার শিক্ষা দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, রাজ্য সরকার স্বীকৃত ও পোষিত সমস্ত প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলির অবসর প্রাপ্ত কর্মীদের (অবসরপ্রাপ্ত শিক্ষক, অবসরপ্রাপ্ত অ-শিক্ষক কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মী) পেনশন রোপা ২০১৯ এর আওতায় পেনশন দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনাধীন এবং কিছুদিনের মধ্যেই তা কার্যকর হবে। ফলে অন্যান্য রাজ্যসরকারি কর্মীদের পেনশনের সমান হারে পয়লা জানুয়ারি থেকে বর্ধিত হারে পেনশন পাবেন স্কুলের শিক্ষক ও কর্মীরা৷

ষষ্ঠ বেতন কমিশনের পেনশন রোপার প্রস্তাব বলবৎ করা হলে রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা কতটা সুবিধা পাবেন তা জানিয়ে গত বছর ১ অক্টোবর বিজ্ঞপ্তি (পেনশন রোপা) জারি করে অর্থ দফতর। সরাসরি রাজ্য সরকার, পুরসভা, পঞ্চায়েত, শিক্ষাপ্রতিষ্ঠান ইত্যাদি মিলিয়ে রাজ্যে পেনশনভোগীর সংখ্যা আনুমানিক ৭ লক্ষ৷

ইতিমধ্যেই বেসিক পেনশন ৪০ শতাংশ বৃদ্ধি করার ঘোষণা করেছে সরকার৷ সম্প্রতি অর্থদপ্তরের তরফে জানানো হয়েছে যে সংশোধিত পেনশন কার্যকর হবে ২০১৬-র পর অবসর নেওয়া কর্মচারীদের ফ্যামিলি পেনসন ও গ্রাচুয়িটিতেও। সূত্রের খবর বর্তমানে সাধারণ অবসর ভাতা ৪০ শতাংশই বৃদ্ধি করা হবে৷

যদিও,  অভিযোগ, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে নয়া বেতন ও পেনশন পাওয়ার কথা থাকলেও বর্ধিত বেতন ও পেনশন পাননি স্কুল-কলেজ-পুরসভার অবসরপ্রাপ্তরা৷ নতুন বছরের প্রথম বর্ধিত পেনশন না পেয়ে হতাশ পেনশনভোগীরা৷ গোটা ঘটনার ঘটনার জন্য অর্থ দপ্তরকে দায়ী করেছেন তাঁরা৷যা নিয়ে লক্ষ পেনশনভোগীর মধ্যে ব্যাপক ক্ষোভ জমেছে৷ স্কুল শিক্ষা, উচ্চ শিক্ষা ও পুর দপ্তরের আধিকারিকের একাংশের গাফিলতির কারণে বর্ধিত পেনশন থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলেছেন অবসরপ্রাপ্তরা৷ আগামী মাসেও অবসরপ্রাপ্ত কর্মী বর্ধিত পেনশন পাবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তাঁরা৷ আর এই পরিস্থিতিতে রাজ্যের নয়া পেনশন রোপা বিধি ক্ষোভ করানোর কৌশল বলে মনে করছেন অনেকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + eighteen =