প্রভিডেন্ট ফান্ড সংস্থায় ২১৮৯ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের শ্রম ও মন্ত্রকের অধীনে এমপ্লয়িজ প্রাইভেট ফান্ড অর্গানাইজেশনের সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে ২১৮৯ জন তরুণ-তরণীকে নিয়োগ করবে। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হতে হবে৷ ডাটা এন্ট্রি কাজ ঘণ্টায় ৫ হাজার কিডিপ্রেশনের গতি থাকতে হবে৷ কম্পিউটার প্রশিক্ষণের কোন সার্টিফিকেট থাকলে ভালো হয়৷ বয়স ২১ জুলাই ২০১৯ এর হিসাবে ১৮ থেকে ২৭

422ffcda1b6fadbf93c34cdb4430239b

প্রভিডেন্ট ফান্ড সংস্থায় ২১৮৯ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের শ্রম ও মন্ত্রকের অধীনে এমপ্লয়িজ প্রাইভেট ফান্ড অর্গানাইজেশনের সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে ২১৮৯ জন তরুণ-তরণীকে নিয়োগ করবে। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হতে হবে৷ ডাটা এন্ট্রি কাজ ঘণ্টায় ৫ হাজার কিডিপ্রেশনের গতি থাকতে হবে৷ কম্পিউটার প্রশিক্ষণের কোন সার্টিফিকেট থাকলে ভালো হয়৷ বয়স ২১ জুলাই ২০১৯ এর হিসাবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে প্রার্থীদের বয়স হতে হবে৷ তপশিলি জাতি ও উপজাতির প্রার্থী যথারীতি ৫ বছর বয়সের ছাড় পাবেন৷ মোট শূন্যপদ রয়েছে ২১৮৯টি৷ বেতন হবে ২৫ হাজার-সহ অন্যান্য ভাতা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে। www.epfindia.gov.in এই সাইটে গিয়ে করতে হবে আবেদন৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ইমেল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে৷ নাম নথিভুক্ত করার পর সিস্টেম জেনারেটেড রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড স্ক্রিনে দেয়া হবে৷ প্রার্থীকে সেটি কোথাও লিখে রাখতে হবে, যাতে পরবর্তীতে তা ব্যবহার করা যায়৷ ওই রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড প্রার্থীকে ইমেইল ও এসএমএসের মাধ্যমে পাঠানো হবে৷ মাধ্যমিক পরীক্ষার শংসাপত্র অনুযায়ী যাবতীয় তথ্য জানিয়ে দরখাস্ত করতে হবে৷

প্রভিডেন্ট ফান্ড সংস্থায় ২১৮৯ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিনির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালের রঙিন ছবি আপলোড করতে হবে৷ সাদা কাগজে কালো কালি দিয়ে করা প্রার্থীর সই আপলোড করতে হবে৷ সাদা কাগজে কালো বা নীল কালিতে প্রার্থীর বাঁহাতের আঙ্গুলের ছাপ দেওয়া ছবু সাইটে আপলোড করতে হবে৷ রঙিন ছবি, স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ এই তিনটি ছবি ওয়েবসাইটে আপলোড করা ব্যধ্যতামূলক৷ দরখাস্ত উল্লিখিত ডিক্লারেশন সাদা কাগজে নীল কালিতে ইংরেজি ভাষায় লিখতে হবে। এরপর পেমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে৷

আবেদনের ফ্রি: দরখাস্তের জন্য ৫০০ টাকা দিতে হবে৷ তপশিলি জাতি উপজাতি ও মহিলা প্রার্থীদরা ২৫০ টাকা ধার্য করা হয়েছে৷ অনলাইনে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ফি জমা করা যাবে। সফল পেমেন্ট করার পর সিস্টেম জেনারেটেড ই-চালান প্রিন্ট আউট করে রাখবেন৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে অনলাইনে সাবমিট করার পর সিস্টেম অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট আউট করিয়ে রাখবেন৷

প্রার্থী বাছাই পদ্ধতি হবে তিন ধাপে। প্রথম ধাপে প্রিলিমিনারি এক্সামিনেশন হবে৷ এক ঘণ্টা সময় সীমার মধ্যে ১০০ টি অবজেক্টিভ টাইপ প্রশ্নের উত্তর দিতে হবে৷ প্রথম দফায় পরীক্ষার্থীরা সফল হওয়ার পর দ্বিতীয় দফার পরীক্ষায় বসার সুযোগ পাবেন৷ দু’ঘণ্টার পরীক্ষার পূর্ণমান ২০০ নম্বরের৷ তৃতীয় দফায় কম্পিউটার টেস্ট নেওয়া হবে৷  প্রিলিমিনারি পরীক্ষা হবে ৩০ আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর ২০১৯ এর মধ্যে৷ এডমিট কার্ড ডাউনলোড করতে হবে ২১ আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বার ২০১৯ এর মধ্যে৷ অতিরিক্ত তথ্য জানতে ওয়েবসাইট অবশ্যই নজর রাখুন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *