নন টিচিং স্টাফ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি

নন টিচিং স্টাফ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি

কলকাতা: মালদহের গণি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে নন টিচিং স্টাফ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছে৷ 

সিকিউরিটি অফিসার পদে আবেদনের যোগ্যতা যেকোনও শাখায় স্নাতক৷ অন্তত ৫ বছর কোনও শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে একই পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ এই পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর ধার্য করা হয়েছে৷ 

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে আবেদনের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট ক্লাস স্নাতক হতে হবে৷ যেকোনও নির্মীয়মান প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ ৩৫ বছর বয়সিরা আবেদন করতে পারেন।

পিএ টু ডিরেক্টর পদে আবেদনের জন্য যেকোনও শাখায় স্নাতক হলেই চলবে৷ আবেদনকারীর ইংরাজিতে মিনিটে ১০০ শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে৷ ৩০ বছর বয়সের প্রার্থীরা এই পদে আবেদন করতে পারেন।

সেকশন অফিসার পদে আবেদনের জন্য ৫০ শতাংশ নম্বর পেয়ে মাস্টার্স ডিগ্রি প্রাপ্তরা এই পদে আবেদন করতে পারেন। কম্পিউটার জানা এবং হিন্দি ও ইংরাজিতে লেখা এবং কথা বলার দক্ষতা থাকা প্রয়োজন। এই পদে আবেদনের জন্য ৩০ বছর বয়স হতে হবে৷

অ্যাসিস্ট্যান্ট  পদে আবেদনের জন্য যেকোনও শাখায় স্নাতক হলে হবে৷ আবেদনকারী প্রার্থীকে মিনিটে ৩৫টি শব্দ টাইপ করতে হবে৷ ৩০ বছর বয়সিরা এই পদে আবেদন করতে পারেন।
 

শর্টার পদে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক পাশ হলে চলবে৷ লাইব্রেরি সায়েন্স নিয়ে কোনও সার্টিফিকেট থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ এই পদে আবেদন করতে হলে ৩০ বছর বয়সি হতে হবে৷ 
 

আবেদনের পদ্ধতি:
উক্ত পদগুলিতে আবেদনের জন্য অফিসিয়াল ওসেবসাইট https://www.gkciet.ac.in এ যেতে হবে৷ 

 

আবেদনের ফি:
জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের আবেদনের ফি হিসাবে ব্যাংকে দেড় হাজার টাকা জমা দিতে হবে। তফশিলি জাতি, উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ৫০০ টাকা। শারীরিক বিশেষ ক্ষমতাসম্পন্নদের আবেদন করতে কোনও ফি লাগবে না।
আবেদন সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য https://www.gkciet.ac.in এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =