রাজ্য বিদ্যুৎ দফতরে ১,১৭৯ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

অফিস এক্সিকিউটিভ ও জুনিয়র অপারেটর টেকনিসিয়ান কাম টেকনিক্যাল অ্যাসিসট্যান্ট পদে কর্মী নিয়োগ করবে WBSEDCL। মোট ১,১৭৯টি শূন্যপদে হবে নিয়োগ৷ স্নাতক ও মাধ্যমিক দুই স্তরেই লোক নিয়োগ করা হবে৷ সংস্থার ওয়েবসাইটের wbsedcl.in মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে ১৮ জানুয়ারির মধ্যে৷ . প্রার্থী বাছাই করা হবে লিখিত, মৌখিক, কম্পিউটারে দক্ষতার যাচাইয়ের মাধ্যমে। মোট পরীক্ষা হবে ১৫০ নম্বরের। তার

রাজ্য বিদ্যুৎ দফতরে ১,১৭৯ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

অফিস এক্সিকিউটিভ ও জুনিয়র অপারেটর টেকনিসিয়ান কাম টেকনিক্যাল অ্যাসিসট্যান্ট পদে কর্মী নিয়োগ করবে WBSEDCL। মোট ১,১৭৯টি শূন্যপদে হবে নিয়োগ৷ স্নাতক ও মাধ্যমিক দুই স্তরেই লোক নিয়োগ করা হবে৷ সংস্থার ওয়েবসাইটের wbsedcl.in মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে ১৮ জানুয়ারির মধ্যে৷ .



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

প্রার্থী বাছাই করা হবে লিখিত, মৌখিক, কম্পিউটারে দক্ষতার যাচাইয়ের মাধ্যমে। মোট পরীক্ষা হবে ১৫০ নম্বরের। তার মধ্যে ১০০ নম্বরের লেখা পরীক্ষা হবে৷ জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, কোয়ান্টিটিভি অ্যাপটিটিউড, ইংরেজি গ্রামার এবং কম্প্রিহেনসন, ডেটা অ্যানালিসিস, ডেটা ইন্টারপ্রিটিসন, ডেটা সাফিসিয়েন্সি ও কম্পিউটারে দক্ষতার পরীক্ষা হবে৷ জেনারেল ক্যাটাগরির পরীক্ষার্থীদের লেখা পরীক্ষায় পাশ করতে নূন্যতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে৷ SC ও OBC প্রার্থীদের ক্ষেত্রে ৩৫ শতাংশ নম্বর পেতে হবে৷ লেখা পরীক্ষায় পাশ করলে তবেই কম্পিউটার দক্ষতার পরীক্ষা নেওয়া হবে৷ লেখা পরীক্ষা ও কম্পিউটার দক্ষতার পরীক্ষার মাধ্যমে ১:৩ অনুপাতে নিয়োগ করা হবে৷ মৌখিক পরীক্ষা নেওয়া হবে কলকাতাতেও৷ লেখা পরীক্ষা, কম্পিউটার দক্ষতা বা ইন্টারভিউ-এর জন্য কোনও যাতায়াত খরচ দেওয়া হবে না৷

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 19 =