ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি

ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি

নয়াদিল্লি: বেশ কয়েকটি পদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট। ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট এবং আরও বেশ কয়েকটি পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। ওই পদগুলির জন্য যাঁরা আবেদন করতে ইচ্ছুক তাঁরা আইএসআইয়ের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। ২৩ জুলাই ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

শূন্যপদ:

ইলেকট্রিক্যাল ইঞ্জিয়ারিং (A)- শূন্যপদ ২টি
সিভিল ইঞ্জিনিয়রিং (A)- শূন্যপদ ৩টি
ইলেকট্রিক্যাল ইঞ্জিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (A)- শূন্যপদ ৩টি
ইলেকট্রিশিয়ান (A)- শূন্যপদ ১৪টি
লিফ্ট অপারেটর কাম মেকানিক (A)- শূন্যপদ ৮টি
ড্রাইভার (A)- শূন্যপদ ১টি
রাঁধুনি (A)- শূন্যপদ ১টি
লাইব্রেরি সহকারি (A)- শূন্যপদ ৪টি
ল্যাবরেটরি সহকারি (A)- ৪টি
রেপ্রো ফোটো সহকারি (A)-শূন্যপদ ২টি
ফার্ম সহকারি (A)- শূন্যপদ ১টি

 

আবেদন ফি:  আইএসআইয়ের শূন্যপদগুলিতে আবেদনের জন্য ৪০০ টাকা ফি বাবদ জমা করতে হবে এবং ১০০ টাকা প্রসেসিং ফি দিতে হবে। তবে তপশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের জন্য কোনও আবেদন ফি দিতে হবে না। শুধু ১০০ টাকা প্রসেসিং ফি দিতে হবে।
 

আবেদনের পদ্ধতি:  আইএসআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://www.isical.ac.in/ এ গিয়ে আবেদন করতে হবে৷ ওই ওয়েবসাইটের হোম পেজে গিয়ে একটি লিঙ্ক থাকবে, যেখানে লেখা রয়েছে বিভিন্ন পদের নাম। সেখানে ক্লিক করলেই অন্য একটি পেজ খুলে যাবে। ওই পেজটিতে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সেখানেই নিজের সম্বন্ধে সব তথ্য দিতে হবে এবং ফোন নম্বর ও মেল আইডি দিতে হবে। তারপর আবেদন ফি জমা দিলেই আবেদন প্রক্রিয়া  সম্পন্ন হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সেই আবেদনের একটি প্রিন্ট আউট নিয়ে নিজের কাছে রেখে দিতে হবে। পরে সেটা কাজে লাগতে পারে৷ আবেদন করা আগে পুরো নোটিফিকেশন পড়ে তারপর আগ্রহী হলে তবেই আবেদন করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =