শিক্ষক নিয়োগে শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি, চূড়ান্ত ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী

কলকাতা: অধ্যাপক নিয়োগে পুলিশ ভেরিফিকেশন ও মেডিক্যাল সার্টিফিকেট দাখিল করার কোনও প্রয়োজন নেই৷ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল স্কুল উচ্চ শিক্ষা দপ্তর৷ বিজ্ঞপ্তি জারি না হতে না হতেই এবার চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ প্রকাশ্যেই জানিয়ে দিলেন, এমন কোনও নির্দেশ কার্যকর হবে না৷ শিক্ষামন্ত্রী এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে নয়া জটিলতা৷ তৈরি হয়েছে বিতর্ক৷ শিক্ষা

শিক্ষক নিয়োগে শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি, চূড়ান্ত ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী

কলকাতা: অধ্যাপক নিয়োগে পুলিশ ভেরিফিকেশন ও মেডিক্যাল সার্টিফিকেট দাখিল করার কোনও প্রয়োজন নেই৷ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল স্কুল উচ্চ শিক্ষা দপ্তর৷ বিজ্ঞপ্তি জারি না হতে না হতেই এবার চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ প্রকাশ্যেই জানিয়ে দিলেন, এমন কোনও নির্দেশ কার্যকর হবে না৷

শিক্ষামন্ত্রী এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে নয়া জটিলতা৷ তৈরি হয়েছে বিতর্ক৷ শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি প্রসঙ্গে কি কিছুই জানতেন না শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়? উঠছে প্রশ্ন৷ কলেজের অধ্যাপকদের একাংশের অভিযোগ, উচ্চ শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি জারির আগে কি শিক্ষামন্ত্রীকে কিছুই জানানো হয়নি? তাহলে কি শিক্ষামন্ত্রীর নির্দেশ না মেনেই এই বিজ্ঞপ্তি? মন্ত্রীর সঙ্গে দপ্তরের বোঝাপড়া কি নেই? হঠাৎ করে কেন অধ্যাপক নিয়োগে পুলিশ ভেরিফিকেশন ও মেডিক্যাল সার্টিফিকেট দাখিল করতে হবে না, এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হল? বিজ্ঞপ্তি জারি হলেও কেন শিক্ষামন্ত্রীকে সে বিষয়ে জানানো হল না?

বৃহস্পতিবার শিক্ষক দিবসের অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী সাফ জানিয়ে দেন, পুলিশ ভেরিফিকেশন ও মেডিক্যাল সার্টিফিকেট ছাড়া চাকরির কনফার্মেশন পাওয়া কখনই পাওয়া যাবে না৷ শিক্ষা দপ্তরের তরফে আগেই বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল, নিয়োগের ক্ষেত্রে মেডিক্যাল সার্টিফিকেট ও পুলিশ ভেরিফিকেশন জমা করা জরুরি ছিল৷ কিন্তু সেই আগের নিয়ম শিথিল করে গত ৩ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, প্রয়োজনীয় পুলিশ ভেরিফিকেশন ও মেডিক্যাল সার্টিফিকেট লাগবে না৷

এই বিজ্ঞপ্তি প্রসঙ্গেই শিক্ষা মন্ত্রী জানিয়েছেন, অবশ্যই চাকরিতে যোগ দেয়ার আগে পুলিশ ভেরিফিকেশনে ও মেডিক্যাল সার্টিফিকেট দাখিল করতে হবে৷ যতদিন না সেই রিপোর্ট আসবে, ততদিন পর্যন্ত চাকরিপ্রার্থীর চাকরি থাকবে না৷ এই নিয়ে ফের বিজ্ঞপ্তি জারি হতে পারে বলেও শিক্ষা মন্ত্রী ইঙ্গিত দিয়ে রেখেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 19 =