ভারতীয় সেনাবাহিনীর নামে ভুয়ো ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি

ভারতীয় সেনাবাহিনীর নামে ভুয়ো ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি

নয়াদিল্লি: রেলের পর এবার ভারতীয় সেনাবাহিনীর নাম করে ভুয়ো ওয়েবসাইট খুলে তা থেকে বিভিন্ন শূন্যপদে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল৷ যদি ওয়েবসাইটটি সরকার দ্বারা পরিচালত নয়৷ 

সম্প্রতি টোরিটোরিয়াল আর্মির নামে ভুয়ো ওয়েবসাইট খুলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো তথা পিআইবি৷ এই ধরনের ভুয়ো খবর সম্পর্কে ফ্যাক্ট চেক হ্যাশট্যাগ দিয়ে প্রেস ইনফরমেশন ব্যুরো সবসময়ই তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে আমআদমিকে সতর্ক করে দেয়। এবার সেখানে তারা জানিয়েছে যে, টেরিটোরিয়াল আর্মির তরফে শূন্যপদে নিয়োগ সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। পাশাপাশি তাদের বক্তব্য যে, টেরিটোরিয়াল আর্মিতে নিয়োগ সংক্রান্ত কোনও খোঁজখবর নিতে চাইলে তাদের অফিসিয়াল ওয়েবসাইট https://www.jointerritorialarmy.gov.in/home/login গিয়ে দেখতে হবে৷ 

প্রসঙ্গত দিন কয়েক আগেই রেলওয়ে নিয়োগ সংক্রান্ত পরীক্ষার বিষয়েও আর একটি ভুয়ো খবর সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করেছিল প্রেস ইনফরমেশন ব্যুরো তথা পিআইবি। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস আরআরবির কমপিউটার বেসড টেস্ট বা সিবিটি ১-এর সপ্তম দফার পরীক্ষার ভুয়ো তারিখ সংক্তান্ত খবর রটেছিল সোশ্যাল মিডিয়ায়। এই প্রসঙ্গে প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে, সেই পোস্টে দাবি করা তারিখ অর্থাৎ ২৮ জুন ২০২১ এবং ৩০ জুন ২০২১ তারিখে পরীক্ষা হওয়া সংক্রান্ত যে ঘোষণা করা হয়েছে, তা একেবারেই মিথ্যা! এখানে জানিয়ে রাখা ভালো যে এই পরীক্ষা নিয়ে এখনও পর্যন্ত কোনও দিনক্ষণ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে ঘোষণা করা হয়নি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 17 =