কেন্দ্রীয় সরকারি সংস্থা খাদিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি সংস্থা খাদি ও ভিলেজ ইন্ডাষ্ট্রিজ কমিশন, এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ খাদি, এক্সিকিউটিভ ট্রেনিং ও জুনিয়র এক্সিকিউটিভ পদে ১০১ জন লোক নিয়োগ করা হচ্ছে৷ কারা কোন পদের যোগ্যতা দেখে নিন৷ এক্সিকিউটিভ ভ্যালেন্ট: ইন্ডাস্ট্রিজ ইঞ্জিনিয়ারিংয়ে যে কোন শাখায় গ্রাজুয়েটরা যোগ্য৷ এমএসসি কোর্স পরেও এই পদে আবেদন করা যাবে৷ বিএসসি কোর্স ও এমবিএ কোর্স থাকলে আবেদনে যোগ্য৷

কেন্দ্রীয় সরকারি সংস্থা খাদিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি সংস্থা খাদি ও ভিলেজ ইন্ডাষ্ট্রিজ কমিশন, এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ খাদি, এক্সিকিউটিভ ট্রেনিং ও জুনিয়র এক্সিকিউটিভ পদে ১০১ জন লোক নিয়োগ করা হচ্ছে৷ কারা কোন পদের যোগ্যতা দেখে নিন৷

এক্সিকিউটিভ ভ্যালেন্ট: ইন্ডাস্ট্রিজ ইঞ্জিনিয়ারিংয়ে যে কোন শাখায় গ্রাজুয়েটরা যোগ্য৷ এমএসসি কোর্স পরেও এই পদে আবেদন করা যাবে৷ বিএসসি কোর্স ও এমবিএ কোর্স থাকলে আবেদনে যোগ্য৷ শূন্যপদ ৪১ টি৷

এক্সিকিউটিভ খাদি: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল টেকনোলজি বা ফ্যাশন টেকনোলজি ডিগ্রি কোর্স পাশ হলে এই পদের যোগ্য৷ শূন্যপদ ৪ টি৷

এক্সিকিউটিভ ট্রেনিং: ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির ডিগ্রি কোর্স পাশের আযোগ্য৷ এমএসসি কোর্স করলেও এই পদে আবেদন করা যাবে৷ সায়েন্স শাখায় ডিগ্রি কোর্স ও এমবিএ কোর্স করলেও চলবে৷ শূন্য পদ ৪ টি৷

জুনিয়র এক্সিকিউটিভ এমবিএ: যে কোন শাখায় পোস্ট গ্রাজুয়েটরা এই পদের যোগ্য৷ যে কোন শাখায় গ্রাজুয়েটরা সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন৷ শূন্যপদ ২১টি৷

অ্যাসিস্ট্যান্ট ভিলেজ ইন্ডাস্ট্রিজ: ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাশের অযোগ্য৷ সাইন্স শাখায় গ্রাজুয়েটরা ওই পদে আবেদন করতে পারবেন৷ শূন্যপদ ১১টি৷

সব পদের ক্ষেত্রে বয়স হতে হবে ৩১-০৭-২০১৯ এর হিসাবে ৩২ বছর৷ সংরক্ষণের তালিকায় থাকা প্রার্থীরা তিন থেকে পাঁচ বছর বয়স এর ছাড় পাবেন৷ দরখাস্ত করতে হবে অনলাইনে৷ ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইটে www.kvic.org.in৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 12 =