নয়াদিল্লি: পূর্ব ভারতে পাওয়ার সেক্টরে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড। আগামী ২ বছরের জন্য ২২টি পদে লোক নিয়োগ করবে এই সংস্থা। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীকে। এই নিয়োগ হবে ইঞ্জিনিয়ার ও সুপারভাইজার পদে। ৪ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
শূন্যপদ
ইঞ্জিনিয়ার (সিভিল)- সাতজন
সুপারভাইজার সিভিল(সিভিল)- ১৫ জন
শিক্ষাগত যোগ্যতা
উক্ত পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ফুল টাইম ব্যাচেলর ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে। এই ক্ষেত্রে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
বয়স
উক্ত পদের জন্য ৩৪ বছরের ঊর্ধ্বে কোনও ব্যক্তিকে নিয়োগ করবে না সংস্থা। তবে সরকারি নিয়ম অনুযায়ী কোনও কোনও ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হয়েছে৷
আবেদন ফি
আবেদন ফি বাবদ প্রার্থীদের ২০০টাকা জমা দিতে হবে। তবে এসসি/এসটি/পিডব্লিউবিডি ক্যাটাগরির প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না৷ এসবিআই ব্যাঙ্কে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আবেদন ফি দেওয়া যেতে পারে৷ আবেদনপত্র পূরণ করার পর খামের বিপরীত দিকে নিজের নাম ও আবেদনের পদ উল্লেখ করে পাঠাতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট https://careers.bhel.in এ গিয়ে দেখতে হবে৷