শিক্ষক ও শিক্ষাকর্মী পদে নিয়োগ! পুজোর পরেও আবেদন

শিক্ষক ও শিক্ষাকর্মী পদে নিয়োগ! পুজোর পরেও আবেদন

আহমেদাবাদ: টিচিং এবং নন-টিচিং পদে নিয়োগের জন্য সম্প্রতি গুজরাত সেন্ট্রাল ইউনিভার্সিটির তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের দ্রুত আবেদন করতে বলা হয়েছে৷ এই বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট http://recruitment.cug.ac.in/instruction.php এ গিয়ে প্রার্থীদের দেখতে হবে৷ আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে৷ প্রার্থীদের আগামী ২৯ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের হার্ডকপি জমা দিতে হবে ১২ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পাওয়া যাচ্ছে।
 

শূন্যপদ
মোট ১১৪টি শূন্যপদ পদ রয়েছে

 

শূন্যপদের বিবরণ
প্রফেসর: ১৮টি, অ্যাসোসিয়েট প্রফেসর: ২৯টি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: ২১টি, ফাইন্যান্স অফিসার: ১টি, কন্ট্রোলার অফ একজামিনেশন: ১টি,  লাইব্রেরিয়ান: ১টি, ডেপুটি লাইব্রেরিয়ান: ১টি, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার: ২টি, অ্যাসিস্ট্যান্ট: ১টি, লাইব্রেরিয়ান: ১টি, হিন্দি অফিসার: ১টি, সেকশন অফিসার: ১টি, অ্যাসিস্ট্যান্ট: ৪টি, প্রাইভেট সেক্রেটারি: ৪টি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট: ৩টি, প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট (লাইব্রেরি): ১টি, হিন্দি ট্রান্সলেটর: ১টি, সিকিউরিটি ইন্সপেক্টর: ১টি, আপার ডিভিশন ক্লার্ক: ৫টি, লোয়ার ডিভিশন ক্লার্ক: ১৭টি, হিন্দি টাইপিস্ট: ১টি

 

আবেদন পদ্ধতি
আবেদনপত্র পূরণের পর একটি হার্ড কপি রেজিস্টার/স্পিড পোস্ট বা ক্যুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায়, Recruitment Cell, Central University of Gujarat, Sector-29, Gandhinagar – 382030।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 6 =