৫৭৮৮ শূন্যপদে ভারতীয় ডাক বিভাগে বাংলা শাখায় নিয়োগ বিজ্ঞপ্তি

কলকাতা: একাধিক পদে লোক নিচ্ছে ভারত সরকারের ডাক বিভাগের পশ্চিমবঙ্গের বিভিন্ন শাখা৷ এই লক্ষ্যে গ্রামীণ ডাক সেবায় ৫৭৮৮টি শূন্য পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে ওয়েস্ট বেঙ্গল পোস্টাল সার্কেল রেক্রুটমেন্ট ২০১৯৷ শূন্যপদ গুলি হল – মাল্টি – টাস্কিং স্টাফ, জিডিএস, পোস্টম্যান / মেইল গার্ড, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট / সর্টিং অ্যাসিস্ট্যান্ট কার ড্রাইভার এবং আইপিপিবি পদে

৫৭৮৮ শূন্যপদে ভারতীয় ডাক বিভাগে বাংলা শাখায় নিয়োগ বিজ্ঞপ্তি

কলকাতা: একাধিক পদে লোক নিচ্ছে ভারত সরকারের ডাক বিভাগের পশ্চিমবঙ্গের বিভিন্ন শাখা৷ এই লক্ষ্যে গ্রামীণ ডাক সেবায় ৫৭৮৮টি শূন্য পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে ওয়েস্ট বেঙ্গল পোস্টাল সার্কেল রেক্রুটমেন্ট ২০১৯৷ শূন্যপদ গুলি হল – মাল্টি – টাস্কিং স্টাফ, জিডিএস, পোস্টম্যান / মেইল গার্ড, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট / সর্টিং অ্যাসিস্ট্যান্ট কার ড্রাইভার এবং আইপিপিবি পদে প্রার্থী নিয়োগ করা হবে৷

যোগ্য প্রার্থীদের ওয়েস্ট বেঙ্গল পোস্টাল সার্কেল রেক্রুটমেন্ট ২০১৯ অনুসারে আবেদন করতে হবে৷ শুধুমাত্র পশ্চিমবঙ্গে বসবাসকারীরাই পদগুলির জন্য আবেদন জানাতে পারবেন৷ পরীক্ষার্থীদের নুন্যতম শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণী উত্তীর্ণ৷ শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই নিয়োগ হবে৷ সেক্ষেত্রে কোন প্রার্থীর উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও তা বিচার্য হবে না৷ প্রার্থীদের আবশ্যিকভাবে কম্পিউটারের প্রশিক্ষণ অথবা সার্টিফিকেট থাকতে হবে৷ শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ হবে, কোন লিখিত পরীক্ষা হবে না৷

অসংরক্ষিত পদ- ২৭৬০, ওবিসি পদ- ১৩২৮, এসসি পদ- ১১৮৪, এসপি পদ- ২৮৬, প্রতিবন্ধী পদ- ২২০৷ আবেদনকারীর বয়স হতে হবে ৫ এপ্রিল ২০১৮ অনুসারে ১৮ বছর থেকে ৪০ বছর৷ বয়সের ক্ষেত্রে ওবিসি-দের তিন বছর এবং এসসি/এসটি-দের ক্ষেত্রে পাঁচ বছর ছাড় দেওয়া হবে৷

শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে৷ অনলাইনে (http://appost.in/gdsonline ) ওয়েবসাইটে আবেদন গ্রহণ শুরু হয়েছে ৫/১২/২০১৯ থেকে৷ আবেদনের শেষ তারিখ ১৪/১২/২০১৯৷ পশ্চিমবঙ্গ ডাক বিভাগের যে বিভাগ গুলিতে প্রার্থী নিয়োগ হবে সেগুলি হল- আলিপুর, বারাসত, বীরভূম, কলকাতা দক্ষিণ, কলকাতা পূর্ব, কলকাতা উত্তর, মুর্শিদাবাদ, নদিয়া উত্তর, নদিয়া দক্ষিণ, উত্তর রাষ্ট্রপতি, দক্ষিণ রাষ্ট্রপতি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, সিকিম, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, পশ্চিম দিনাপুর, আসানসোল, বাঁকুড়া, বর্ধমান, কনটাই, হুগলি উত্তর, হুগলি দক্ষিণ, হাওড়া, মেদিনীপুর, পুরুলিয়া, তমলুক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 12 =