২৩৬৪ শূন্যপদে শিক্ষক-সহ ক্লার্ক ও লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি

নয়াদিল্লি: নবোদয় বিদ্যালয় সমিতির অধীন বিভিন্ন রিজিওনাল অফিসে পোস্ট গ্রাজুয়েট টিচার, ট্রেন্ড গ্রাজুয়েট টিচার, লোয়ার ডিভিশন ক্লার্ক, ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট, লাইবেরিয়ার, ফিজিক্যাল এডুকেশন টিচার, আর্টস ও মিউজিক টিচার পদে ২৩৬৮ জন শিক্ষক নেয়া হচ্ছে৷ শিক্ষক নিয়োগের জন্য বিএড কোর্স পাস হতে হবে৷ ইংরেজি ও হিন্দি মাধ্যমের স্কুলে পড়াশোনার পড়ানোর দক্ষতা থাকতে হবে৷ কম্পিউটার দক্ষতা ও আবাসিক

২৩৬৪ শূন্যপদে শিক্ষক-সহ ক্লার্ক ও লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি

নয়াদিল্লি: নবোদয় বিদ্যালয় সমিতির অধীন বিভিন্ন রিজিওনাল অফিসে পোস্ট গ্রাজুয়েট টিচার, ট্রেন্ড গ্রাজুয়েট টিচার, লোয়ার ডিভিশন ক্লার্ক, ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট, লাইবেরিয়ার, ফিজিক্যাল এডুকেশন টিচার, আর্টস ও মিউজিক টিচার পদে ২৩৬৮ জন শিক্ষক নেয়া হচ্ছে৷

শিক্ষক নিয়োগের জন্য বিএড কোর্স পাস হতে হবে৷ ইংরেজি ও হিন্দি মাধ্যমের স্কুলে পড়াশোনার পড়ানোর দক্ষতা থাকতে হবে৷ কম্পিউটার দক্ষতা ও আবাসিক স্কুলে পড়ানোর দক্ষতা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ৩৫ এর মধ্যে৷ মূল বেতন হবে ৪৪ হাজার ৯০০ থেকে ১ লক্ষ ৪২ হাজার ৪০০ টাকা পর্যন্ত৷

লোয়ার ডিভিশন ক্লার্ক: উচ্চ মাধ্যমিক পাশের অন্তত ৫০ শতাংশ নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন৷ ইংরেজি টাইপিং টাইপিংয়ে মিনিটে ৬০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ কম্পিউটার অপারেশন ও ডাটা এন্ট্রির কাজ কিংবা কম্পিউটার প্রশিক্ষণ থাকলে আবেদন করা যাবে৷ বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ মূল বেতন ১৯ হাজার ৯০০ টাকা থেকে ৬৩ হাজার ২০০ টাকা৷ শূন্যপদ ১৩৫টি৷

লাইব্রেরিয়ান: লাইব্রেরি সায়েন্স ডিগ্রি ও যে কোন শাখায় গ্রাজুয়েটরা আবেদন করতে পারবেন৷ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য৷ ইংরেজি হিন্দি ও রিজিওনাল ভাষায় দক্ষতা থাকতে হবে৷ কম্পিউটারের কাজ চালানোর মত জ্ঞান থাকা ভাল৷ স্কুলে কাজ করার অভিজ্ঞতা থাকলে ভাল হয়৷ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে৷ মূল বেতন ৪৪ হাজার ৯০০ থেকে ১ লক্ষ ৪২ হাজার ৪০০ টাকা পর্যন্ত৷

প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে৷ পরীক্ষা হবে ৫ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে৷ কলকাতা  ও শিলিগুড়িতে  পরীক্ষা কেন্দ্র হবে৷ পোস্ট গ্রাজুয়েট টিচার পদে ১৫০ নম্বরের প্রশ্ন থাকবে৷ বিষয় রিজিনিং এলিজিবিলিটি, জেনারেল অ্যাওয়ারনেস, টিচিং অ্যাপলিটিউট ও সংশ্লিষ্ট বিষয় সংক্রান্ত প্রশ্নে পরীক্ষা হবে৷ সময় ৩ ঘণ্টা৷  ফিজিক্যাল এডুকেশন টিচার ও লাইব্রেরিয়ান পদের ক্ষেত্রে ১৩৫ নম্বর ১৩৫ প্রশ্নের উত্তর দিতে হবে৷ প্রশ্ন হবে এলিজিবিলিটি, জেনারেল অ্যাওয়ারনেস ও সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন৷ সব শেষে হবে কম্পিউটার টেস্ট৷ লোয়ার ডিভিশন ক্লার্কে ১২০ নম্বরের পরীক্ষায় হবে৷ রিজিনিং, এলিজিবিলিটি, জেনারেল অ্যাওয়ারনেস, ল্যাঙ্গুয়েজ কম্পিউটারের পরীক্ষা নেয়া হবে৷

দরখাস্ত করা যাবে অনলাইনে৷ আগামী ১০ জুলাই থেকে ৯ আগস্টের মধ্যে www.nvsrecruitment2019.org, www.navodaya.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে৷ আবেদনের পর এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ওয়েবসাইট থেকে৷ অনলাইনে দরখাস্ত করার আগে প্রথমে বৈধ ইমেইল আইডি থাকতে হবে৷ এছাড়াও পাসপোর্ট মাপের রঙিন ফটো, সিগনেচার, থাম্প ইম্প্রেশন স্ক্যান করে নেবেন৷ উপরের ওই ওয়েবসাইট ওয়েবসাইটে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে৷ তারপর পরীক্ষা ফি বাবদ পোস্ট গ্রাজুয়েট টিচার, ট্রেন্ড টিচার, ফিজিক্যাল এডুকেশন টিচার, লাইব্রেরিয়ান পদের ক্ষেত্রে ১২০০ টাকা ফি জমা করাতে হবে৷ আর লোয়ার ডিভিশন পদের ক্ষেত্রে ১ হাজার টাকা অনলাইনে জমা দিতে হবে ১২ আগস্টের মধ্যে৷ তপশিলি প্রার্থীদের কোন ফি লাগবে না৷ এবার উপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য সঠিকভাবে দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে৷ তারপর এপ্লিকেশন ফরম প্রিন্ট আউট করে নেবেন৷ আরও বিস্তারিত জানতে ওয়েবসাইটে নজর রাখুন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *