কেন্দ্রীয় সংস্থায় একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

নয়াদিল্লি: কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটান্তস ইন্ডিয়া লিমিটেড আনক্লিলড ম্যানপাওয়ার ও ক্লিলড ম্যানপাওয়ার পদে ১০০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে। নিয়োগ চুক্তির ভিত্তিতে। দরখাস্ত করতে হবে ২৪ জুন, ২০১৯ এর মধ্যে। পদ অনুযায়ী যোগ্যতা: ১)আনক্লিলড ম্যানপাওয়ার: কোন স্বীকৃত বোর্ড/ প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি পাশ হতে হবে। হিন্দি ভাষায় লিখতে ও পড়তে জানতে

কেন্দ্রীয় সংস্থায় একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

নয়াদিল্লি: কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটান্তস ইন্ডিয়া লিমিটেড আনক্লিলড ম্যানপাওয়ার ও ক্লিলড ম্যানপাওয়ার পদে ১০০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে। নিয়োগ চুক্তির ভিত্তিতে। দরখাস্ত করতে হবে ২৪ জুন, ২০১৯ এর মধ্যে।

পদ অনুযায়ী যোগ্যতা:

১)আনক্লিলড ম্যানপাওয়ার: কোন স্বীকৃত বোর্ড/ প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি পাশ হতে হবে। হিন্দি ভাষায় লিখতে ও পড়তে জানতে হবে ও ইংরেজি ভাষা পড়তে জানা চাই। ইলেক্ট্রিক্যালের কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৫৫ বছরের মধ্যে। শূন্যপদ ৭০০। বেতন প্রতি মাসে ৭,৬১৩.৪২ টাকা।

২)ক্লিলড ম্যানপাওয়ার: এনসিভিটি / এসসিভিটি স্বীকৃত ইলেকট্রিক্যাল / ওয়ারম্যান ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে অথবা ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে। ইলেকট্রিক্যাল সেফটিতে ওভারহেড সার্টিফিকেট থাকতে হবে। হিন্দি ভাষায় লিখতে ও পড়তে জানতে হবে ও ইংরেজি ভাষা পড়তে জানা চাই। ইলেক্ট্রিক্যালের কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। শূন্যপদ ৪০০। বেতন প্রতি মাসে ৯,৩৮১.০৬ টাকা।

আবেদন করার পদ্ধতি:  দরখাস্ত করতে হবে www.becil.com  ওয়েবসাইট থেকে দাউনলোড করা নির্দিষ্ট বয়ানে। দরখাস্তের ফি ৫০০ টাকা ( তজা/ তউজা / শারীরিক প্রতিবন্ধীদের ২৫০ টাকা) ডিম্যান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে। ডিম্যান্ড ড্রাফট হবে ‘BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED’- এর অনুকূলে। নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে। নথিপত্র সহ দরখাস্ত মুখবন্ধ খামে ভরে এই ঠিকানায় পাঠাতে হবে- To Sri Awadhesh Psndit, Deputy General Manager (f&A), Broadcast Engineering Consultants India Limited, BECIL Bhawan, C-56/A-17, Sector-62, Noida-201307 (UP)। অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =